তুমি কি শুনতে পাও?
তোমার এই নিরবতা, আমায় কাঁদায় নিরবে
তুমি কি শুনতে পাও? ওহে রমণী!
বুকে ভিতরটা ধুমরে-মুছরে খান-খান হয়ে যাচ্ছে
শুনতে কি পাও, হে রমণী!
তোমার মায়াবী কন্ঠের রিনিঝিনি ডাক শুনার অপেক্ষায়
মুখিয়ে রয়েছি আমি!!! বুজতে কি পার সখী?
তোমার মাঝে ডুবেছি আমি, দিয়েছি মন-প্রান।
শুনতে কি পাও কোন এক প্রেমিকের ভাঙা হৃদয়ের গান।
তুমি কি এইভাবেই হারিয়ে যাবে, সখী
কোন... বাকিটুকু পড়ুন

