ভালবাসার অনুভূতি সে আবার কি?
কখনও পাহাড়, কখনও চ্যুতি
কখনও খাড়া ঢাল, রাজ্যের দূর্গতি
কখনও পলল স্তূপ
মিষ্টি মধুর অনুভূতি—হয়ে
কখনও বিরহবিধুর বেদনায় নীল
ধূসর কাব্য হয়ে,সময়ের স্রোতে
পৃথিবীর বুকে—খরস্রোতা নদীর বাঁকের
কাশবনে প্রেমিকার বুকে মাথারেখে
সব ভুলে, শুধু তাঁর গ্রানে
মাতাল হওয়ার অনুভূতি
(কিছু ধার, আর কিছু নিজের। এই সব মিলে আমার ভালবাসার অনুভূতি)
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


