তুমি কি জান? আমি কখনো প্রেমে পরিনি?
প্রেমের জন্য কখনো করিনি পাগলামি !
তুমি কি, পারবে আমাকে তোমার প্রেমে হাবুডুবু খাওয়াতে?
তুমি কি, পারবে আমায় তোমার প্রেমের মাঝে ডুবিয়ে রাখতে?
তুমি কি, পারবে তোমার প্রেমে আমায় পাগল করতে
তোমার প্রেমে পাগল হয়ে তোমার বুকে মুখ লুকিয়ে রাখতে
তোমার চুমুর স্বশব্দ আওয়াজে মুখরিত করে রাখতে পারবে কি আমায়?
শণয়ে স্বপ্নে আর বাস্তবতায়
চলার পথে মুখরিত করে রাখতে পারবে কি আমায়! তোমার রিনিঝিনি কন্ঠের কোলাহলে
পারবে কি? বুকের মাঝের হৃৎপিণ্ড ছিড়ে নিয়ে তোমার বুকের খাঁচায় বন্দি করে রাখতে?
তুমি কি, আসবে? পথ ভোলা এই পথিকের কাছে
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


