তোমার এই নিরবতা, আমায় কাঁদায় নিরবে
তুমি কি শুনতে পাও? ওহে রমণী!
বুকে ভিতরটা ধুমরে-মুছরে খান-খান হয়ে যাচ্ছে
শুনতে কি পাও, হে রমণী!
তোমার মায়াবী কন্ঠের রিনিঝিনি ডাক শুনার অপেক্ষায়
মুখিয়ে রয়েছি আমি!!! বুজতে কি পার সখী?
তোমার মাঝে ডুবেছি আমি, দিয়েছি মন-প্রান।
শুনতে কি পাও কোন এক প্রেমিকের ভাঙা হৃদয়ের গান।
তুমি কি এইভাবেই হারিয়ে যাবে, সখী
কোন এক শিশির স্নাত আর মেঘাচ্ছন্ন বিকেল বেলায়?
তুমি হয়তো বলবে, কথাতো এমন ই ছিল, সখা
হারিয়ে যাওয়ার গল্পটা ঠিক এমনই হওয়ার কথা ছিল,তাই না!
আর আমি বলি, হয়তোবা ছিল কোন এক সময়,কোন এক কালে।
যখন আমার হৃদয় ভরা ছিল শূন্যতা আর বুক ভরা ছিল অপূর্ণতা।
এরপর, দিয়েছ তুমি বুকভরা ভালবাসা আর হৃদয়ে দিয়েছ পূর্ণতা।
শুনতে কি পাও কোন এক প্রেমিকের হৃদয় ভাঙার আত্নচিৎকার
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


