এখন মধ্যরাত।
ঢাবি হলে ব্যাপক নির্যাতন চলছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে সাধারণ ছাত্রদের উপর হায়েনার মতো ঝাপিয়ে পরেছে ছাত্রলীগ।
সুফিয়া কামাল হলের মেয়েদের উপর চলছে ভয়াবহ হামলা। একজন বোনের পায়ের রগ কেটে দিয়েছে। সিড়িতে রক্ত। দরজা বন্ধ করে মেয়েদের পেটাচ্ছে লীগের সন্ত্রাসীরা।
ক্যাম্পাসে ছাত্রলীগকে সন্ত্রাসী অবস্থানে রেখে আন্দোলন করা যাবে না। তাইলে ঘরেই মরতে হবে। রাস্তায় প্রতিবাদ করার আগেই মরতে হবে। আগে কুত্তা খেদান তার পরে ভিক্ষার হিসেব কইরেন।
সাধারণ ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা আগে সবাই মিলে ছাত্রলীগের সন্ত্রাস থেকে ঢাবিকে মুক্ত করেন। তাতেই বিজয় ৮০ ভাগ নিশ্চিত হয়ে যাবে।
আর শিক্ষকদের বলব আপনারা মেয়েদেরকে রক্ষা করতে না পারলে আপনাদের জবাব দিতে হবে। ছাত্রলীগের গুন্ডাদের হাতে আমাদের বোনরা মার খাবে আর আপনারা মাস্তি করবেন তা হবে না। গোন্ডামির সহযোগি হিসেবে আপনাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে। কাজেই সময় থাকতে ন্যায়ের পক্ষে আসেন। চাটামি বন্ধ করেন। মেয়েদের সেইভ করেন। নইলে ছাত্র লীগের বিরুদ্ধে শুধু না আপনাদের বিরুদ্ধেও মাঠে নামবে ছাত্র-জনতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


