১। একসাথে সূর্যোদয় দেখা।
২। ফিস ফিস করে কথা বলা।
৩। একে অপরের জন্যে রান্না করা।
৪। বৃষ্টির ভিতর একসাথে হাটা।
৫। হাত ধরে হাটা।
৬। একে অপরের জন্যে উপহার কেনা ।
৭। মাঝে মাঝে গোলাপ উপহার দেয়া।
৮। পছন্দের কোন সেন্ট ব্যাবহার করা যখন
তারা এক সাথে থাকে।
৯। মাঝ রাতে সমুদ্র সৈকতে হাটা।
১০। একে অপরের জন্যে কবিতা লেখা।
১১। পাবলিক প্লেছ এ কানে কানে বলা আই লাভ ইউ।
১২। বলুন তাকে ভালবাসেন যদিও সে বুঝুক আর
না বুঝুক তবুও বলবেন ।
১৩। কাব্বিক/ফুল/চকলেট ইত্যাদি উপহার
দেওয়া।
১৪। তাকে বলুন,সেই আপনার জীবনের একমাত্র
মেয়ে/ছেলে যাকে আপনি চান।মিথ্যা বলবেন না ।
১৫। যতটুকু সম্ভব একসাথে সময় কাটানোর
চেষ্টা করা।
১৬। ২ জনের চোখে চোখ রাখা।
১৭। তাকে জড়িয়ে ধরে রাখা।
১৮। যখন কোথাও যাবেন তখন একে অন্যের সাথে মজা করা।
১৯। বিভিন্ন ভালবাসার ছোট্ট ছোট্ট কথা কাগজে লিখে তাদের পকেট এ ভরে দিবেন যাতে সে না দেখে।
২০। রিং কিনে দেওয়া।
২১। এক সাথে গান গাওয়া।
২২। সব সময় তাকে বেশি গুরুত্ব দেয়া।
২৩। রাতের খাবার সম্ভব হলে একসাথে খাওয়া।
২৪। তার হাত ধরা , সাথে সাথে তার চোখ ঠোট এর দিকে স্থির দৃষ্টিতে তাকানো এবং আপনার হৃদয়ে স্থান করে নেওয়া।
২৫। বিশেষ দিনে একটু আলাদা ভাবে উইশ করা।
২৬। না জানিয়ে শপিং এ নিয়ে যাওয়া।
২৭। একসাথে জোছনা দেখা।
২৮। আরেকটা কিউট ব্যাপার ," আমি তোমাকে ভালবাসি " এই
কথাটি কাগজে লিখে তার সামনে আয়নার ভিতর লেখাটি দেখান ।
২৯। অজুহাত দেখাবেন ৫ মিনিট পর পর ফোন করার ।
৩০। আপনি হাজার কাজের মাঝে ব্যস্ত আছেন কিছু করতে পারতেছেন না। শুধু তাকে একবার ফোন করে বলা , '' i love u "(এইটা আমি নিজে প্রমান পাইছি)।
৩১। ছুটিতে থাকা অবস্থায় তাকে ফোন করে বলা , আপনিও এই রকম ছুটির সময়ে তার সাথে কাটাতে চান ।
৩২।সবসময় আপনার স্বপ্নের কথা তাকে জানান এবং এইটা সম্পর্কে কথা বলা।
৩৩।আপনি ওইখানে নেই কারন আপনি তাকে মিস করতেছেন।
৩৪।আপনার মনের ভিতরের কোন গোপন কথা থাকলে তাকে তা বলে ফেলুন।
৩৬।তার চুল গুলো আঁচড়িয়ে দিন পারলে,।
৩৭।তার বন্ধুদের সাথে সময় দেয়া সে থাকাকালিন(সব সময় না)।
৩৮।একসাথে একে অপরের জন্যে প্রার্থনা করা।
৩৯।সে যদি কোন রোমান্টিক মুভি দেখতে লাইক করে দুই জন একসাথে বসে দেখা অই মুভি ।
৪০।একে অপরের থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যৎ এ সেই শিক্ষা কাজে লাগান।
৪১।আপনার সুখের মুহূর্ত গুলা তার সাথে শেয়ার করা ।
৪২।একে অপরের জন্যে নিজেদেরকে উৎসর্গ করা
৪৩।একে অপরকে সব সময় ভালবাসা।
৪৪। তাকে বুঝাবেন যে আপনি তাকে ছাড়া একটি সেকেন্ড ও থাকতে পারতেছেন না । মিথ্যে না বলা ।
৪৫।পারলে অন্য ভাষায় কিছু ভালবাসার কথা তাকে বলা।
৪৬।তার জন্যে পারলে গান ডেডিকেট করা রেডিও তে।
৪৭।কথা বলতে বলতে ঘুমিয়ে যাওয়া।
৪৮।কেউ কোন খারাপ কথা বললে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
৪৯। ঘুমানোর আগে সবসময় শুভ রাত্রি বলে ঘুমাতে যাওয়া , এবং বলবেন " sweet dreams
আমি মুল লেখা থেকে একটু এডিট করেছি। এই লেখাটা সামুর কার হলে বইলেন তার রেফারেন্স দিয়ে দিব।
মুল লেখা এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




