প্রিয় ব্লগার,
অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, বাংলা ব্লগ মুক্ত মত প্রকাশের এক অনবদ্য সুযোগ সৃষ্টি করেছে। ব্লগ এবং ব্লগার একটি বিশেষ জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগে। গণতন্ত্র চর্চা এবং পরিচর্যায় দায়িত্বশীল ব্লগিং আমাদের সচেতনতা তৈরী করে যাচ্ছে এবং এই ধারা অব্যহত রাখতে বাংলা ব্লগ দিবস একটি বিশেষ ভূমিকা রাখতে শুরু করেছে।
২০০৯ সাল থেকে প্রতি বছর ১৯ শে ডিসেম্বর দিনটিকে বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করা হয়। বিগত বছরগুলোতে সামহোয়্যার ইন ব্লগের উদ্যোগে অন্যান্য বেশ কিছু বাংলা ব্লগ পরিমন্ডলের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল অ্যাডমিন ও ব্লগারের সম্মিলনে বাংলা ব্লগ দিবস উদযাপিত হয়েছে। দুঃখজনকভাবে গত দুবছর আমরা এই আয়োজন থেকে বিরত রয়েছি কেবল বাংলা ব্লগ এবং ব্লগারদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে।
মার্মান্তিক বিষয় হচ্ছে দেশে সামগ্রিকভাবে ঠিক যে সময়টিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ কিছুটা সহজ ও দ্রুত হতে শুরু করেছে, মানুষ ইন্টারনেট থেকে শিক্ষা, যোগাযোগ, তথ্য সংগ্রহ এবং ব্যবসায় সহ দৈনন্দিন জীবনে নানাবিধ দরকারী বিষয়ে ইন্টারনেট নির্ভর হতে শরু করেছে এবং বাংলা ব্লগের প্রয়োজন, কার্যকারীতা এবং গুরুত্ব ক্রমশঃ জনেজনে ছড়িয়ে যাচ্ছে, ব্লগ এবং ব্লগার তার আপন শক্তি প্রমাণ করতে শুরু করেছে ঠিক সেই সময়েই নির্দিষ্ট একদল চুড়ান্ত মূর্খ, ধূর্ত, হীন স্বার্থান্বেষী, ব্লগের সৎ শক্তির বিরুদ্ধে পৈশাচিক নির্যাতন শুরু করে, নির্মমভাবে একের পর এক হ্ত্যাকান্ড চালায়। ব্যক্তিগত এবং দলীয় মাধ্যমে শুরু হয় ব্লগ এবং ব্লগার শব্দ দু'টি প্রতি ঢালাওভাবে অবর্ননীয় অপপ্রচার এবং বাংলাদেশের সাধারণ ও নিরিহ ধর্মপ্রাণ মানুষের মনে 'ব্লগার' সম্পর্কে বিরূপ ধারণা তৈরী করে। ব্লগার নিরাপত্তাহীন হয়ে পড়ে। কাজেই, এই বছরও একই কারণে ব্লগ দিবসের কোন অনুষ্ঠান আমরা আয়োজন করছি না।
২০০৫ সাল থেকে বাংলা ব্লগের মাধ্যমে ব্লগারদের স্বদেশ, জাতীয় স্বার্থ, কৃষ্টি-সংস্কৃতি ও মানবাধিকারের চর্চা, কুসংস্কার এবং যাবতীয় সামাজিক অন্ধকারের বিরুদ্ধে জোরালো অবস্থান এবং সক্রিয়তা সমাজে যে বিশেষ ইতিবাচক সংযুক্তি এনেছে তা লক্ষনীয়। আমাদের দেশে, আমাদের সমাজে বাংলা ব্লগ নিয়ে যে অপপ্রচার এবং অপব্যাখ্যার চেষ্টা রয়েছে তার অবসান হবেই। হয়তো কিছুটা সময় দরকার। আমাদের মানে রাখা দরকার যে, মিথ্যাচার ক্ষণস্থায়ী এবং সত্যের জয় অনির্বার্য্য ও অক্ষয়।
বিশ্বজুড়ে শান্তি, সত্য এবং কল্যাণ প্রতিষ্ঠা পাক। মঙ্গলময় হোক সকল জীবন।
সবাইকে অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬