শীর্ষনিউজ থেকে.................
বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা আসতে পারে আজ
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ বিষয়ে আজ চূড়ান্ত ঘোষণা হতে পারে। বিভিন্ন পর্যায়ে পাঁচ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধি পেতে পারে বলে বিআরসির সূত্রে জানা গেছে। পিডিবি, ডিপিডিসি, ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানি (ওজোপাডিকা) ও ডেসকোর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়নো হতে পারে বলে জানা গেছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে (২০০৭) সর্বশেষ খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য ৫ শতাংশ বাড়ানো হয়েছিল। তখন পিডিবি থেকে বিতরণ কোম্পানিগুলোর ক্রয়কৃত পাইকারি (বাল্ক) পর্যায়ে বিদ্যুতের দাম দশ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়।
২০০৮ সালের ১ অক্টোবর আবারো পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম সর্বোচ্চ ১৬ শতাংশ বাড়ানো হয়। এরপর বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বিইআরসি-এর কাছে খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির দাবি জানায়। ২০০৯ সালের নভেম্বরে পল্লি বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকদের বিদ্যুতের দাম ছয় শতাংশ পর্যন্ত বড়ানো হয়। আজ অন্য কোম্পানিগুলোর দাম বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোঘণা করতে পারে বিইআরসি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিইআরসির এক কর্মকর্তা শীর্ষ নিউজ ডটকমকে বলেন, বিইআরসির আইন অনুযায়ী বিদ্যুৎ কোম্পানিগুলোর দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি ও অন্যান্য কাজ অনেক আগেই সম্পন্ন হয়। তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়ানো একটি স্পর্শকাতর বিষয়। এ জন্যে বিইআরসি সরকারে সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। তার মতে, সরকারের অবস্থান দাম বাড়ানের পক্ষে।
এছাড়া গত ১৫-১৬ ফেব্রুয়ারি উন্নয়ন সহযোগী দেশগুলোর সাথে অনুষ্ঠিত বৈঠকে দাতাগোষ্ঠির পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির জন্য সরকারে প্রতি আহ্বান জানানো হয়।
বিইআরসির সূত্রে জানা গেছে বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে কোম্পানিগুলোর গ্রাহক সেবার মান, সিস্টেম লস, পরিচালনা ব্যয়, বকেয়া আদায় প্রভৃতি বিষয় বিবেচনা করা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



