চবিতে নেত্রীকে নিয়োগ না দেয়ায় শিক্ষককে তালাবদ্ধ করে রাখে ছাত্রলীগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেত্রীকে শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ায় ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও প্রবীণ শিক্ষক প্রফেসর হাসানুজ্জামান চৌধুরীকে তালাবদ্ধ করে রাখে। আজ রোববার এ ঘটনা ঘটে। আটক শিক্ষককে প্রায় ১ ঘণ্টা পর চবি প্রক্টর তালা ভেঙ্গে সেখান থেকে মুক্ত করেন। ছাত্রলীগ তাদের
নেত্রীকে নিয়োগ দেয়ার জন্য চবি উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে। ছাত্রলীগ নেতারা জানান, চবি সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক নিয়োগের জন্য গত ৪ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় চবি ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মুন্সি তানিয়া আফছার চম্পা ও ছাত্রলীগ নেতা আরিফ বাবুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা বেশ কয়েকজন অংশগ্রহণ করে। সেখান থেকে শিক্ষক সিলেকশন কমিটি ছাত্রলীগ নেতা আরিফ বাবুসহ ৪ জনকে নিয়োগের জন্য বাছাই করলেও চম্পাকে করেনি। এ সিলেকশন কমিটিতে ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ, সমাজতত্ত্ব বিভাগের সভাপতি প্রফেসর আবুল কাসেম চৌধুরী ও প্রফেসর হাসানুজ্জামান চৌধুরী। এ নিয়ে আজ রোববার ছাত্রলীগের নেতাকর্মীরা চবি সমাজতত্ত্ব বিভাগে প্রফেসর হাসানুজ্জামান চৌধুরীকে তার কক্ষে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। প্রায় ১ ঘণ্টা পরে চবি প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন তালা ভেঙ্গে তাকে বের করে আনেন।
এদিকে ছাত্রলীগ তাদের নেত্রীকে অন্যান্য প্রার্থীর চেয়ে যোগ্য বলে দাবি করে তাকে নিয়োগ দেয়ার জন্য চবি উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
চবি ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন এর সত্যতা স্বীকার করে বলেন, নিয়োগ দেয়া অন্যান্য প্রার্থীর চেয়ে চম্পা অনেক বেশি যোগ্যতাসম্পন্ন। সে ছাত্রলীগ করে বলে তাকে নিয়োগ দেয়া হয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তাকে নিয়োগ দেয়ার জন্য দাবি জানাচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



