
আমার একটা আইপি এখনো বন্ধ আছে। মানে সেটা দিয়ে এখনো ব্লগিং করতে পারছি না। ব্লগ সম্পর্কে রাষ্ট্রের মন্ত্রী পর্যায় থেকে এমন মন্তব্য শুনে আমি অবাক। সত্যিই অবাক।
খালি ব্যান খাইঃ আমি ব্যান খাই সমস্যা নাই, তাই বলে সামুর দিকে আঙুল তোলা!? তাও আবার সব খোঁড়া যুক্তিতে! আমি মানতেই পারছিলাম না।
![]()

মন্ত্রী অভিযোগ করেছিল, ব্লগে ব্যক্তি আক্রমন করা হয়। কথাটা আংশিক সত্য হলেও ক্যাচাল-প্যাচাল, যুক্তি তর্ক ব্লগিং এরই একটা অংশ। এটাকে বন্ধ করতে না বলে স্বাভাবিক বিতর্কের জায়গাটা তৈরী করতে হবে। আরেকটা অভিযোগ ছিল, ব্লগাররা নাকি সরকার বিরোধী(!)। "কাজের সময় কাজী, কাজ ফুরালেই পাজি" কথাটা খুব মনে পড়ছে। কমিউনিটি ব্লগে সব ধরণের/মতের লোক থাকবে, এটাই স্বাভাবিক। এই ব্লগেই দেখেছি, জামাত শিবিরের পক্ষে সাফাই গাওয়া পোস্টকে ব্লগাররাই প্রতিরোধ করেছে। গতবছর জাশি পন্থী একটা আইডিকে ব্যান করতে দেখেছি।
আমার কথা পরিষ্কার, গণতান্ত্রিক দেশে মত প্রকাশের নূন্যতম অধিকার থাকতে হবে। মানুষকে সাদা-কালো/ভালো-মন্দ বুঝার, সত্যটা বলার জায়গাটা করে দিতে হবে। এমনিতেই অন্যায়ের বিরুদ্ধে আমরা সেভাবে কিছু বলতে পারি না, ব্লগে এসেও যদি দুলাইন না লিখি, জাতী একদিন মুক বধির হয়ে যাবে। তৈরী হবে "সার্টিফিকেটধারী বুদ্ধিপ্রতিবন্ধী" প্রজন্ম। আমরা কি সেটাই চাই? না চাইলে সামু বন্ধ কেন?
❀❀❀ সংযুক্তিঃ
১. আমিও ভন্ড অনেকের মত।(আমার পছন্দের একটা লেখা)
২. কেন ব্লগে পড়তে এলাম ? ব্লগ পড়ে কি শিখলাম ? - পাঠক মানব
৩. ব্লগিংয়ে সাত বছর, অর্জন বিসর্জন এবং কিছু অনর্থক ব্লগরব্লগর- হাসান মাহবুব
ছবিগুলো সামুর আর্কাইভ থেকে নেয়া।
[পোস্টটি আপডেট হবে..]
আপডেট-০১ঃ আজ(২২.০২.১৯) বিকেলে সামুতে আসতে পারছিলাম না। এমনিতেই একটা আইপি বন্ধ, এটাও বন্ধ হলে সামুতে আসতে পারবো কিনা জানি না। আমি প্রক্সি সার্ভার ইউজ করি না। নিজেকে কেন জানি চোর চোর মনে হয়। জাতীয় স্বার্থ বিরোধী কী এমন কাজ করি যে লুকিয়ে ব্লগে আসতে হবে?
১। ভিপিএন কী? এটা কী কাজে লাগে? - Banglatech24.com
২। VPN কি? কেন, কোন কজে লাগে। জেনে নিন এর সুবিধা ও অসুবিধা সহ সম্পূর্ন বিস্তারিত। নেট ব্যবহার করীদের জন্য VPN এর কোন বিকল্প নেই (অবশ্যই জেনে রাখা উচিত)
৩। সামুতে প্রবেশের সমস্যা সমাধান। - মাহমুদুর রহমান

ব্রডব্যান্ডের আইপি বন্ধ। এখন মোবাইল থেকে ব্লগিং করছি। এটাও বন্ধ হয়ে গেলে, সামুতে আসবো কিনা জানি না।
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/bpiash/bpiash-1511101823-e25889d_xlarge.jpgমডারেশন স্ট্যাটাস-
"আপনি একজন সাধারন ব্লগার। এখন থেকে আপনি অন্য যে কোন প্রকাশিত লেখায় মন্তব্য করতে পারবেন। আপনার লেখা প্রথম পাতার সকল পোস্ট অংশে প্রকাশিত হবে না। তবে সম্পাদকের বিবেচনা সাপেক্ষে আপনার লেখা নির্বাচিত পাতায় প্রকাশিত হতে পারে।"
এটা কী হল, বুঝলাম না!
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




