
•অসুস্থ রোগী নিয়ে গ্রাম থেকে ঢাকায় আসছেন একটি সরকারি হাসপাতালে। রোগীকে ভর্তি করাতে হবে সিট পাচ্ছেন না! তখন ওই হাসপাতালের কর্মচারী, কর্মকর্তা, ডাক্তারদের কাছ থেকে কেমন ব্যবহার পাওয়া যাবে?
•বৃষ্টি হচ্ছে, বাসায় যাবেন, তাড়াহুড়ো করে রিক্সা খুঁজে ফেলেন। রিক্সাওয়ালাকে ভাড়া জিজ্ঞেস করলেন, ভাড়া কেমন চাইতে পারে?
•ক্ষিদে লাগছে, হাইওয়ে রোডের পাশে কোন খাবার হোটেলে খেতে ঢুকলেন, খাবারের দাম কেমন রাখবে হোটেল মালিক?
•পরিবার নিয়ে ঘুরতে বের হলেন, রাত একটু বেশি হয়ে গেলো, কোনো হোটেলে রুম ভাড়া করতে যাবেন, হোটেলের ম্যানেজার রুম ভাড়া কেমন চাইবে?
•দোকানে ফল কিনতে গেলেন, দোকানদারকে ফল ওজন দিয়ে প্যাক করতে বলে আপনি একটু অন্যমনস্ক হলেন। দোকানদার ফলের কোয়ালিটি এবং ওজন ঠিক রাখবে?
•একটি নতুন উৎপাদনমুখী ফ্যাক্টরি খুলবেন, বাণিজ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, তিতাস, ওয়াসা, ফায়ার সার্ভিস অধিদপ্তর এদের কাছ থেকে কেমন সহযোগিতা পেতে পারেন?
•জায়গা জমির সমস্যা, এলাকার মুরুব্বিদেরকে নিয়ে সমস্যাটি মিটিয়ে ফেলতে চাইছেন, সমস্যাটি মিটাতে কেমন সময় লাগাবে তারা?
•সোশ্যাল মিডিয়ায় নিজের পরিবারের আনন্দঘন মুহূর্ত নিয়ে একটি ছবি আপলোড দিলেন, মন্তব্যের ঘরে বেশিরভাগ মন্তব্য কেমন হতে পারে?
•জরুরী প্রয়োজনে কিছু ডকুমেন্ট নেওয়ার জন্য কিংবা সংশোধন করার জন্য ইউনিয়ন পরিষদ/ জেলা পরিষদে গেলেন। সেখানে কর্তব্যরত সেবা দানকারী লোকজন আপনাকে কেমন সেবা দিতে পারে?
•কোন হোটেলে বা রেস্টুরেন্টে গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস অর্ডার করে নিঃসঙ্কোচে খেতে পারবেন?
•পাসপোর্ট অফিসে যাবেন কিংবা ড্রাইভিং লাইসেন্স নিতে যাবেন, কাজ শেষে সেখান থেকে ফুরফুরে মেজাজে বের হতে পারবেন?
আপনি চাইলে নিচে আরো এমন অনেকগুলো বিষয় যোগ করতে পারেন।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




