
আপনি যখন কোন প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করবেন তখন আপনি কি আপনার প্রতিযোগীকে ছাড় দেবেন? আপনি যদি তাকে ছাড় দেন এবং খেলা হেরে যান, আপনার ফ্যান ফলোয়াররা আপনাকে ছেড়ে যেতে থাকবে। কিংবা অতি উদারতার জন্য আপনাকে গালাগালিও করতে পারে। কিন্তু ছাড় আপনি নাইই দিলেন তবে প্রতিযোগীকে প্রতিযোগিতায় লেভেল প্লেইং ফিল্ডও যদি না দেন সেটা অবশ্যই অন্যায়।
আরেকটি উদাহরণ দিচ্ছি, আমাদের ব্লগার চাঁদগাজীকে ব্লগে ব্যান করা হয়েছে এবং পূর্বেও অনেকবার করা হয়েছে। কেনো করা হয়েছে? উনি ব্লগের নীতিমালা ভঙ্গ করেছে। ব্লগের পরিবেশ ঠিক রাখতে ব্লগ কর্তৃপক্ষের একটি নিজস্ব নীতিমালা আছে। মডারেটর যদি মনে করে কোনো ব্লগার ব্লগের নীতিমালা ভঙ্গ করেছে তাহলে তাকে সে অনুযায়ী ব্লগীয় শাস্তি দেয়। ব্লগের সর্বোচ্চ নীতিমালা ভঙ্গ করলে তাকে ব্লগ থেকে বিতাড়িত করা হয় অর্থাৎ সেই ব্লগার ব্লগে আর প্রবেশ করতে পারে না। এখন যদি ব্লগ কর্তৃপক্ষ দেখে আপনি ব্লগের নীতিমালা ভঙ্গ করেছেন তো করেছেন, একটা সময় তারা বুঝতে পারে যে আপনি তাদের পুরো ব্লগটাকেই হ্যাক করে আপনার কব্জায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাহলে তারা কি করবে? তারা সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থায়ই নিবে আপনার থেকে ব্লগকে বাঁচাতে। এরপর আরো আছে, আপনি ব্লগ থেকে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে আপনি এবার ব্লগ কর্তৃপক্ষকে সরাসরি হুমকি দিচ্ছেন যেখানে পাবেন তাদের শায়েস্তা করবেন! এরপর বলেন ব্লক কর্তৃপক্ষের আপনার প্রতি কেমন মনোভাব হবে?
এবার বলুন ৭৫ এর ১৫ ই আগস্ট, ২১শে আগস্ট এগুলি যখন শেখ হাসিনার সামনে রাতের তারার মতো জ্বলজ্বল করে জ্বলছে তখন বিএনপি'র প্রতি শেখ হাসিনার মনোভাব কেমন হবে! ব্লগে সামান্য কিছু মন্তব্য আপনি ব্যক্তি আক্রমণ হচ্ছে বলে এমনভাবে রিয়েক্ট করছেন মনে হয় সামনে পেলে মন্তব্যকারীকে চিবিয়ে খেয়ে ফেলতেন, তাহলে বুঝুন সেখানে শেখ হাসিনার উপর অসংখ্যবার প্রাণনাশের সাথে জড়িত ব্যক্তিদের প্রতি উনার মনোভাব কেমন আছে? নিশ্চয়ই সেই মনোভাব ভালো হওয়ার কথা না। আপনাকে যদি কেউ শুধুমাত্র একটি থাপ্পড় মারে তাহলে আপনি মৃত্যুর আগ পর্যন্ত এটা ভুলতে পারবেন না এবং সুযোগ পেলে সেই লোকটিকে শিক্ষা দিতে ছাড়বেন না।
তাহলে বুঝুন যে মানুষটি বুঝতে পারছে তাকে যারা হত্যা করতে চেয়েছে তারা তার সাথে আলোচনা করতে চায়! তারা দেশের ক্ষমতায় আসতে তার কাছ থেকে কিছুটা ছাড় প্রত্যাশা করে! এমন অবস্থায় শেখ হাসিনার কি তাদেরকে ছাড় দেওয়া সম্ভব, যদি সে ছাড় দেওয়াটা যৌক্তিকও হয়?
আসলে ১৫ই আগস্ট, ২১শে আগস্ট এগুলি সম্পর্কে বিএনপির পরিষ্কার স্টেটমেন্ট না থাকার কারণে শেখ হাসিনা বুঝতে পারছেন না উনি ক্ষমতা থেকে সরলে উনার প্রাণটুকু থাকবে কিনা! কারো যদি প্রাণনাশের শঙ্কা থাকে তাহলে সে যে করেই হোক বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এটা সব সময় সকল মানুষের প্রাকৃতিক প্রবৃত্তি। এখন হয়তো আপনি এমন একটি স্টেটমেন্ট দিবেন যে, শেখ হাসিনা নিশ্চয়ই প্রাণ যাওয়ার মত এমন কিছু করেছে বিরোধীদের সাথে যার জন্য তার প্রাণনাশের শঙ্কা হচ্ছে।
তাহলে আপনি আমাকে বলবেন শেখ হাসিনা এমন কি কাজ করেছে যার জন্য একুশে আগস্ট তাকে গ্রেনেড মারার দরকার হলো! শেখ মুজিব এমন কি করেছে যার জন্য শুধু তাকে নয়, পুরো পরিবারকে নির্মূল করার প্রয়োজন হয়েছে?
প্রথম প্যারায় যেমনটি বললাম, প্রতিযোগীকে অন্তত লেভেল প্লেয়িং ফিল্ড দেওয়া উচিত। কিন্তু আপনি দেখলেন আপনার প্রতিযোগীকে লেভেল প্লেয়িং ফিল্ড দিলে আপনার প্রাণটাও না থাকার সম্ভাবনা আছে, তাই সেক্ষেত্রে তাদের থেকে লেভেল প্লেইং ফিল্ড এর সুবিধাও কেড়ে নেওয়া উচিত!
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



