
ব্লগে সময় এখন খুব বেশি দেওয়া হয় না। ব্যস্ততার জন্য নয়, আমি আগে ক্রোম ব্রাউজারে ব্লগে লগইন করে সেখানে ডেক্সটপ ভার্সন ব্যবহার করতাম। সে ব্রাউজারে এখন ঢুকলেই মোবাইল ভার্সন দেখায়, তাই অনেক অপশন পাওয়া যায়না। নতুন একটি ব্রাউজার ডাউনলোড করে ব্লগে আসতে হয়। সেখানেও ডিস্টার্ব হয়। যাইহোক ব্লগে নিয়মিত না আসাতে গত দুই দিনে বেশ কিছু ক্যাচাল লেগে গেছে। এই সংক্রান্ত দুই তিনটি পোস্ট পড়ে বুঝতে পারলাম ব্যক্তিগত আলেপচারিতার মাঝে মান-অভিমান থেকে ঝামেলাটি বড় আকার ধারণ করেছে। আমার নিয়মিত ব্লগ সময়ে অনেক ক্যাচাল প্যাচাল দেখেছি তবে এই ক্যাচালটি আমার কাছে সবচেয়ে বেশি ভয়ংকর হাস্যরসাত্মক ক্যাচাল মনে হয়েছে! ছোটবেলায় যেমন আমরা খেলাধুলা করতে করতে মারামারি শুরু করে দিতাম ঠিক তেমন
যাদের মধ্যে ঝামেলা তাদেরকে প্রায় দেখতাম তারা একে অপরের পোস্টে, অনেক ক্ষেত্রে অন্যের পোস্টেও কমেন্টের বন্যা বয়ে দিতো। যে পোস্টটি আলোচিত পাতায় যাওয়ার কথা না, সে পোস্টটিও আলোচিত পাতায় চলে যেত। কমেন্টগুলো পড়লে মনে হতো সেগুলো ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের আলাপচারিতা!
যাইহোক দুই একজন ব্লগার বলার চেষ্টা করছেন ব্যক্তিগত কিংবা মজাদার আলাপ আলোচনা ব্লগে করা যেতেই পারে, এটা ব্লগের নীতিমালার বিরুদ্ধ কিছু নয়। ব্লগের নীতিমালায় অনেক কিছুই নেই কিন্তু তাই বলে সেই সবকিছু কি ব্লগে নিয়ে আসা ঠিক হবে! আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা ঠিক নয়। ব্লগে একজন ব্লগার যে বিষয়ের উপর পোস্ট দিয়েছেন মন্তব্য করার সময় অবশ্যই সে বিষয় মাথায় রেখে মন্তব্য করা দরকার। দুই একটি মন্তব্য হয়তো বিষয় বহির্ভূত বলা যেতে পারে বা কোন কিছু জানার জন্য জিজ্ঞেস করা যেতে পারে। কিন্তু দীর্ঘ মন্তব্য, প্রতিমন্তব্য পোস্টের বিষয়বস্তুর বাইরে কখনোই ভালো দেখায় না। ঐ ধরনের আলোচনা করতে হলে ব্লগের বাহিরে এখন অনেক ধরনেরই প্ল্যাটফর্ম আছে সেখানে করা যেতে পারে।
তবে এমন আলোচনার কারণ হচ্ছে একটা সময় ব্লগে “ব্লগ আড্ডা” নামে পোস্ট আসতো। সেখানে সবাই আড্ডা দিতো, বিষয়বস্তুর বাইরে গিয়ে অনেকে অনেক ধরনের ব্যক্তিগত আলাপচারিত করতো, সেটার একটা সৌন্দর্য থাকতো। এখন সে ধরনের পোস্ট না আসার কারণে ব্লগাররা হয়তো কোনো কবিতার পোস্ট, রাজনৈতিক পোস্ট, কিংবা কোনো গুরুগম্ভীর পোস্টে গিয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে রোমান্টিক অথবা ইমোশনাল মন্তব্য, প্রতিমন্তব্য করা শুরু করে দেয়।
যাইহোক বড় বিষয় হচ্ছে অযথা আমরা ব্লগ মডারেটরদের এসব বিষয়ে দোষারোপ করি যা মোটেই সঠিক কাজ নয়। এই ধরনের পাবলিক ডোমেইনে অনেকে অনেক ধরনের কথা বলবে, ক্যাচাল লাগাবে, সেগুলিকে ব্লগ মডারেটররা একেবারে শতভাগ সঠিকভাবে হ্যান্ডেলিং করতে পারবে এমনটি ভাবা বোকামি। তবে উনারা যাই করবেন অবশ্যই ব্লগের ভালো কিছু হবে সেটা মাথায় রেখেই করবেন। সাধারণ ব্লগাররা যেভাবে একটা সিদ্ধান্ত দিয়ে দিতে পারে ব্লগ মডারেটররা সেটা কখনোই পারবেনা। উনাদের সবদিক মাথায় রেখে এরপর ব্লগের জন্য যেটা ভালো হবে সে ডিসিশনটাই নিতে হয়।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



