
ছবিতে দেখুন, রোমের বেয়াদব মেয়র এবং তার সাথের লোকজন কেমন উঁচু এবং সিঙ্গেল চেয়ারে বসে আছে! আর আমাদের মহান নেতা, বিশ্বনেতা ড. ইউনুস কেমন করে কমন সোফায় বসে মিষ্টি মিষ্টি হাসছেন!
যিনি একজন নিরহংকারী সরকার প্রধান। এদেশের জনগণের স্বার্থে যিনি একটা সিটি মেয়রের পায়ের সামনে বিশাল আগ্রহ নিয়ে বসতে দুইবার ভাবেননি। অথচ দেখেন সে হচ্ছে সামান্য একজন সিটি মেয়র কিন্তু ভাব নিচ্ছে মনে হয় সে ইতালির প্রধানমন্ত্রী!
আমাদের নোবেলজয়ী নেতা মেয়রের অফিসে স্বয়ং নিজে গিয়েছেন সাক্ষাৎ করতে দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে।
এমন মহান নেতা বড় ভাগ্য করে পেয়েছি আমরা। প্লিজ তাকে কেউ যেতে দিয়েন না। অভিমান করে চলে যেতে চাইলে সবাই মিলে বুঝিয়ে ফিরিয়ে আনুন বারবার।
আরো ১০ বছর ক্ষমতায় থাকুক। সম্ভব না হলে ৫ বছর, প্লিজ অন্তত পাঁচটা বছর তাকে এদেশের ক্ষমতায় রাখুন,
না হলে পরে কিন্তু আফসোস করতে হবে।
“ওরে ছেড়ে দিলে সোনার নেতা আর তো পাবে না,
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার নেতা আর তো পাবে না, না না না
ছেড়ে দেবো না”
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


