somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

বাংলাদেশের কিংবদন্তি ভাস্কর নভেরা আহমেদের ৯০তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আধুনিক সময়ে স্থাপত্য শিল্পে নভেরা আহমদ এক কিংবদন্তির নাম। এই নভেরাই যে আমাদের দেশের প্রথম আধুনিক ভাস্কর তা আমরা সবাই কমবেশি জানি; কিন্তু তাঁর জীবন ও শিল্পকর্মের কতটুকুইবা জানা সম্ভব? অথচ তাঁকে নিয়ে বিদগ্ধ বাঙালি সমাজে আগ্রহের শেষ নেই। ১৯৯৪ সালে সাপ্তাহিক বিচিত্রার ঈদসংখ্যায় হাসনাত আবদুল হাইয়ের নভেরা নামে একটি উপন্যাস ছাপা হলে প্রায়-বিস্মৃত এই শিল্পীর জীবনের কিছু অধ্যায় নিয়ে চারদিকে হইচই পড়ে যায়। ‘কালো ট্রাউজার, কালো ব্লাউজ, গলায় কালো রুদ্রাক্ষের মালা। চোখের নিচে ভ্রূর আদলে দীর্ঘ মেকআপের কালো বাঁকা একটা রেখা টানা।’ এভাবেই নভেরার রূপের বর্ণনা করেছেন কথা সাহিত্যিক হাসনাত আবদুল হাই। ১৯৫৫ সালে নভেরা লন্ডনের ক্যামবারওয়েল কলেজ অব আর্টস থেকে মডেলিং এবং ভাস্কর্য বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে হামিদুর রহমানের সাথে দেশে ফিরে শহীদ মিনার নির্মাণের কাজে হাত দেন। কিন্তু হামিদুর রহমান শহীদ মিনারের স্থপতির মর্যাদা পেলেও নভেরা আহমেদ কখনোই তার প্রাপ্য সম্মান পাননি। যার কারণে এই অভিমানী গুণী স্থপতি দেশ ছেড়ে যান। আর কোনদিনও তিনি দেশে ফিরে আসেননি। নভেরাকে নিয়ে আমরা পেয়েছি কথা সাহিত্যিক হাসনাত আবদুল হাই রচিত জীবনীভিত্তিক উপন্যাস ‘নভেরা’ (প্রকাশকাল-১৯৯৪), এন রাশেদ চৌধুরীর প্রামাণ্যচিত্র ‘শিল্পী নভেরা আহমেদের সৃজন ভুবন ন হন্যতে’ (১৯৯৯) ও চয়ন খায়রুল হাবিবের কবিতা ‘নভেরায় হংসনিল’। নভেরা আহমেদ একটি রহস্যময় নাম—আধুনিক সময়ের কিংবদন্তি। এর কিছুটা তাঁর নিজের সৃষ্টি আর কিছু অংশের স্রষ্টা তাঁর বিহ্বল বন্ধুরা। ১৯৬০ সালে নভেরার এক প্রদর্শনীর পুস্তিকায় শিল্পাচার্য জয়নুল তাঁর সম্পর্কে বলেছিলেন, "আজ এখানে নভেরা যা করছেন, তা বুঝতে আমাদের অনেক দিন অপেক্ষা করতে হবে"। তিনি ঠিকই বলেছিলেন, আমরা কি আজো তাকে বুঝতে পেরেছি? আজ কিংবদন্তি ভাস্কর নভেরা আহমেদের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩০ সালের আজকের দিনে তিনি বর্তমান বাংলাদেশের সুন্দরবনে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের কিংবদন্তি ভাস্কর নভেরা আহমেদের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।


নভেরা আহমদ ১৯৩০ সালের ২৯মার্চ (ব্রিটিশ ভারত) বর্তমানে বাংলাদেশের সুন্দরবনে জন্মগ্রহণ করেন। যদিও বহু সূত্র তাঁর জন্মসাল উল্লেখ করে ১৯৩৫ এমনকি ১৯৩৯ সাল। তবে যেহেতু তিনি ১৯৪৭ সনের দিকে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন, অনুমান করা যায়, তখন তাঁর বয়স ষোল বা সতের। সে হিসেবে তার জন্ম সাল ১৯৩০ই যুক্তিযুক্ত। চাচা নাম রাখেন নভেরা। ফার্সি শব্দ ‘নভেরা’র অর্থ নবাগত, নতুন জন্ম। কর্মসূত্রে তার বাবা সৈয়দ আহমেদ কর্মরত ছিলেন সুন্দরবন অঞ্চলে। তবে পৈতৃক নিবাস চট্টগ্রামের আসকারদিঘির উত্তর পাড়। পরবর্তীতে তার বাবা চাকরিসূত্রে কিছুকাল কলকাতায় অবস্থার করায় নভেরার শৈশব কেটেছে কলকাতা শহরে। বিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি নাচ, গান শেখার পাশাপাশি মাটি দিয়ে মূর্তি তৈরী (মডেলিং) করতেন। তিনি কলকাতার লরেটা স্কুল থেকে প্রবেশিকা (ম্যাট্রিক) পাস করেন। ১৯৪৭ খ্রিষ্টাব্দে ব্রিটিশ শাসনাধীন ভারত বিভাগের পর তারা পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) কুমিল্লায় চলে আসেন। এ সময় নভেরা কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। পিতার অবসরগ্রহণের পর তাদের পরিবার আদি নিবাস চট্টগ্রামে গিয়ে স্থায়ী বসবাস শুরু করে। এরপর চট্টগ্রাম কলেজে ভর্তি হন তিনি। পরবর্তী আইন শিক্ষার জন্য তাকে বাড়ি থেকে লন্ডনে পাঠানো হয় ১৯৫০ খ্রিষ্টাব্দে। তবে শৈশব থেকেই নভেরার ইচ্ছা ছিল ভাস্কর্য করার; তাই তিনি সেখানে সিটি অ্যান্ড গিল্ডস্টোন কার্ভিং ক্লাসে যোগ দেন। পরবর্তীতে ১৯৫১ খ্রিষ্টাব্দে ভর্তি হন ক্যাম্বারওয়েল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটসে ন্যাশনাল ডিপ্লোমা ইন ডিজাইনের মডেলিং ও স্কাল্পচার কোর্সে। সেখান পাঁচ বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স করার পর ১৯৫৫ সালে তিনি ইতালির ফ্লোরেন্স ও ভেনিসে ভাস্কর্য বিষয়ে শিক্ষা গ্রহণ শুরু করেন। সে সময় তিনি লন্ডনে শিল্পী ও ভাস্কর হামিদুর রহমানের সাথে দেখা করতে আসেন। ১৯৫৫ সালে ডিপ্লোমা শেষে তিনি প্রফেশনাল দক্ষতা অর্জনের জন্য ফ্লোরেন্স এবং ভেনিসে চলে যান। সেখানে তিনি প্রখ্যাত স্থপতি ভেটোরিনো ভেনচুরির তত্ত্বাবধানে কাজ করেছেন। ইচ্ছা করলে সেখানেই থেকে যেতে পারতেন তিনি। কিন্তু হামিদুর রহমানের সাথে বাংলাদেশে ফিরে আসেন এই কিংবদন্তি।


(তার ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে নভেরা)
সে সময় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়া হয়। হামিদুর রহমান ও নভেরা আহমেদ শহীদ মিনার নির্মাণে কাজ করেন। যদিও শুধুমাত্র হামিদুর রহমানকেই শহীদ মিনারের স্থপতির মর্যাদা দেওয়া হয়। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক যে আমরা নভেরা আহমেদকে তার প্রাপ্য মর্যাদা দিতে পারিনি। প্রথম দিকে নভেরা আহমেদ পাথর, কংক্রিট এবং মাটি দিয়ে জ্যামিতিক আকৃতির মানুষ এবং প্রাণীর ভাস্কর্য তৈরি করেতেন। লোহা, ইস্পাত এবং ব্রোঞ্জ ব্যবহার শুরু করেন পরে। তিনি মার্কিন সেনাবাহিনীর বিমানের ভাঙ্গা অংশ ব্যবহার করে এবং স্প্রে পেইন্টিং এর মাধ্যমে ভাস্কর্য নির্মাণ করেন। তার কাজে বিভিন্ন স্থান, দ্বীপ, আকাশ, ফিনিক্স, ফুল, জল, রোদ, চাঁদ এবং মানবিক দিকগুলোর প্রকাশ এক নতুন দিগন্তের সূচনা করে। সে সময় নভেরা আহমেদ পূর্ব ও পশ্চিম পাকিস্তানে অনেক কাজ করেন যা পরবর্তীতে স্থাপত্য জগতে তার জাত চিনিয়ে দেয়। ১৯৫৬ থেকে ১৯৬০ সাল পর্যন্ত ১০০ টির বেশি ভাস্কর্য নির্মাণ করেন তিনি। তার ১০০ টি ভাস্কর্যের মধ্যে ৩৩ টি ভাস্কর্য বর্তমানে বাংলাদেশ জাতীয় যাদুঘরে স্থাপন করা হয়েছে। তিনি রূপকের আশ্রয়ে কাজ করতে পছন্দ করতেন। নারী প্রতিকৃতি নিয়ে নভেরা আহমেদ কাজ করেছেন তার অধিকাংশ স্থাপত্য নিদর্শনে। যদিও সমসাময়িক স্থাপত্য শিল্পীরা নারীকে তাদের মা, কন্যা, স্ত্রী এবং অনুভূতিপূর্ণ মানুষ হিসেবে প্রকাশ করেছে কিন্তু নারীর কর্মজীবন সবসময় রয়ে গেছে তাদের দৃষ্টির অগোচরে। নভেরা আহমেদের প্রথম প্রদর্শনী ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। তার পরবর্তী প্রদর্শনী ছিল ১৯৬১ সালে লাহোরে। দীর্ঘ অন্তরালের পর ২০১৪ সালের ১৬ জানুয়ারি থেকে প্যারিসে নভেরার একটি রেট্রোস্পেকটিভ প্রদর্শনী হয়।


(১৯৫৮ সালে নভেরা আহমেদের ‘পরিবার’ নামের ভাস্কর্য)
পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হলেও কাজের ক্ষেত্র হিসাবে নভেরা আহমেদ তার জন্মভূমিকেই বেছে নিয়েছিলেন। কিন্তু আমরা কখনো তাকে বুঝতে পারিনি, মূল্যায়ন করতে পারিনি তার প্রতিভার। আমরা তাকে এমন পরিবেশ দিতে পারিনি যাতে আপন আলোয় আলোকিত হয়ে উঠতে পারেন তিনি। যার কারণে অভিমানী এই স্থপতি এ দেশ ছেড়ে চলে যান এবং বিচ্ছিন্ন জীবন বেছে নেন। ১৯৯৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেরা আহমেদকে একুশে পদকে সম্মানিত করেন। যদিও এইটুকু মোটেই তার জন্য যথেষ্ট নয়। ২০১৫ সালের ৫ মে, মাতৃভূমি থেকে অনেক দূর প্যারিসে নভেরা আহমেদ শেষ নিশ্বাস ত্যাগ করেন এবং সেখানেই চির নিদ্রায় শায়িত আছেন। যা সত্যিই দুঃখজনক। আজকের এই যুগে বাংলাদেশের আধুনিক স্থাপত্য নিয়ে যদি কথা বলতে হয় তবে প্রথমেই আমাদের নভেরা আহমেদকে মনে করতে হবে। শহীদ মিনারের স্থপতি হিসেবে তাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর সময় এসেছে। আমরা আশা করি নভেরা আহমেদ তার কাজের যথার্থ স্বীকৃতি পাবেন। যদিও তিনি এখন এর ঊর্ধ্বে। তবুও জাতি হিসেবে কিছুটা হলেও রেহাই পাবো এই লজ্জা থেকে। যদি আমরা তা না করি তবে আমাদের নিজেদের অস্তিত্বকেই অস্বীকার করা হবে।


(নভেরা আহমেদের ৮০ তম জন্মদিনে গুগল তাকে নিয়ে ডুডল প্রকাশ করেছিলো)
অসাধারণ প্রতিভাধর ও ব্যতিক্রমী ব্যক্তিত্ব বাঙালি শিল্পী নভেরা আহমেদ একটি রহস্যের নাম। আধুনিক স্থাপত্য শিল্পের কিংবদন্তি, বাংলাদেশের প্রথম মহিলা ভাস্কর বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের ইতিহাসে যার অবদান অতুলনীয়। শিল্পচর্চায় প্রথম থেকেই নভেরা ছিলেন যথেষ্ট বৈশিষ্ট্যময়, ব্যক্তিগত জীবনযাপনেও তিনি ছিলেন খুবই ব্যতিক্রমী। আগাগোড়াই ভিন্ন মেজাজের শিল্পী। একপর্যায়ে তিনি দেশ ছেড়ে চলে গেছেন, আর ফেরেননি, কারণ দেশের ওপর অভিমান নাকি কোনো ব্যক্তির ওপর, না অন্য কিছু, আমরা জানি না। অনেকে মনে করেন, বাংলাদেশের মানুষ তাঁকে তাঁর প্রাপ্য শ্রদ্ধা বা সম্মান বা ভালোবাসা জানায়নি। তবে তারা তাঁকে একেবারে ভুলে গেছে তাও নয়। পথিকৃৎ আধুনিক ভাস্কর হিসেবে তাঁকে সবসময়ই স্মরণ করা হয়েছে। আজ কিংবদন্তি ভাস্কর নভেরা আহমেদের ৯০তম জন্মবার্ষিকী। বাংলাদেশের কিংবদন্তি ভাস্কর নভেরা আহমেদের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় রাজাকাররা বাংলাদেশর উৎসব গুলোকে সনাতানাইজেশনের চেষ্টা করছে কেন?

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৯



সম্প্রতি প্রতিবছর ঈদ, ১লা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস এলে জঙ্গি রাজাকাররা হাউকাউ করে কেন? শিরোনামে মোহাম্মদ গোফরানের একটি লেখা চোখে পড়েছে, যে পোস্টে তিনি... ...বাকিটুকু পড়ুন

চুরি করাটা প্রফেসরদেরই ভালো মানায়

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৩


অত্র অঞ্চলে প্রতিটা সিভিতে আপনারা একটা কথা লেখা দেখবেন, যে আবেদনকারী ব্যক্তির বিশেষ গুণ হলো “সততা ও কঠোর পরিশ্রম”। এর মানে তারা বুঝাতে চায় যে তারা টাকা পয়সা চুরি... ...বাকিটুকু পড়ুন

ঘুষের ধর্ম নাই

লিখেছেন প্রামানিক, ১৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫


শহীদুল ইসলাম প্রামানিক

মুসলমানে শুকর খায় না
হিন্দু খায় না গাই
সবাই মিলেই সুদ, ঘুষ খায়
সেথায় বিভেদ নাই।

হিন্দু বলে জয় শ্র্রীরাম
মুসলিম আল্লাহ রসুল
হারাম খেয়েই ধর্ম করে
অন্যের ধরে ভুল।

পানি বললে জাত থাকে না
ঘুষ... ...বাকিটুকু পড়ুন

ইরান-ইজরায়েল দ্বৈরথঃ পানি কতোদূর গড়াবে??

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৬



সারা বিশ্বের খবরাখবর যারা রাখে, তাদের সবাই মোটামুটি জানে যে গত পহেলা এপ্রিল ইজরায়েল ইরানকে ''এপ্রিল ফুল'' দিবসের উপহার দেয়ার নিমিত্তে সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায়।... ...বাকিটুকু পড়ুন

×