
হৃদ্বতা
নূর মোহাম্মদ নূরু
নামটি তাহার আমার নামে আলোর মতোই জ্বলে
সাদা মনের মানুষ তিনি আমার এ মন বলে।
ঝগড়া ফ্যাসাদ হিংসা বিবাদ তাহার মনে নাই
নামে কিছু মিল থাকাতে হয়েছে আমার ভাই।
দিল দরিয়া মানুষ তিনি শখ যে ছবি তোলা
তাহার কিছু ছবি আছে যাবেনা কভূ ভোলা।
পথে হাটে, যাই সে দেখে ডাইরীতে তা লেখে
সুন্দর করে বলে সে তা কিছুটা রং মেখে।
ঘরে তাহার লক্ষ্মী বধু নানান খাবার বানায়
মাঝে মাঝে ছবি দিয়ে সবা্ইকে সে জানায়।
পরীর মতো মেয়েটি তার ঘর যে আলো করে
মাঝে মাঝে সুযোগ পেলে বিদেশেতে ঘোরে।
ব্যবসায় করার শখ যে ছিলো হলোনা তা করা
বাস্তবতা দেয়নি কিছু দুঃখ বিলাশ ছাড়া।
কল্পনাতে হাজার ছবি হাজার দুঃখী মুখ
এসব তারে ভাবায় শুধু মনেতে নাই সুখ।
করোনাতে মরছে মানুষ হাজারে হাজার
এসব ভেবে সারাটা দিন মনটা থাকে ভার।
আসবে সুদিন হাসবে মানুষ তুলবে ছবি আবার
এমন স্বপ্ন দেখে দেখে রাত যে করে কাবার।
গুরু জনে সকল সময় ভক্তি শ্রদ্ধা করে
শত আঘাত দিলেও সে টু শব্দ না করে।
এমন একটি ভাই পেয়ে সত্যি খুশি আমি
কেউ না জানুক এসব কথা যানে অন্তর্যামী।
বেচেঁ থাকো অনেক বছর নিয়ে শত আয়ু
উপভোগো পৃথিবীর সব রস গন্ধ বায়ূ।
খোদা তোমার সহায় হবে এ প্রার্থনা আমার
ভালো থেকো সুখে রেখো প্রিয় যে জন তোমার।
প্রকাশকালঃ ঢাকা, ৪ জুন ২০২০ ইং বৃহস্পতিবার
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
[email protected]
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২০ রাত ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




