
আমাদের বহুল আলোচিত, সমালোচিত, চাঁদ গাজী নাকি সোলেমানী
ব্যান খেয়ে পগারপাড়! ঘর বাড়ি ভিটা মাটি ছাড়া। তার বিরহে
কেউ ভাত পানি ছেড়ে দিয়েছেন! কেউ আবার খুশিতে বাকবাকুম
করে বগল বাজাচ্ছেন! হায়রে মানুষ! কতই রঙ জানো তুমি!
তুমি নিজের সমালোচনা সহ্য করতে পারোনা কিন্তু পরের
সমালোচনা করতে পঞ্চমুখ! তবে যারা তার সমালোচনা করতে
সুখ পাও তাদের জন্য দুঃসংবাদ! তাদের থোতা মুখ ভোতা করতে
সোনার উপর সোহাগার প্রলেপ দিয়ে এসেছেন নতুন গাজী,
তিনি সোনাগাজী! জয়তু সোনাগাজী! সামুর মুসকান হোন সোনাগাজী!
শত্রুর মুখে ছাই দিয়ে টিকে থাকুন বট গাছ হয়ে বহুদিন।
,
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



