
গাজী বা গাজি শব্দটির উৎপত্তি আরবি গজওয়া হতে। গাজী শব্দের অর্থ যুদ্ধে বিজয়ী বীর। গাজী বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমদের পদবি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। জিহাদে বা যুদ্ধে অংশগ্রহণকারী মরে গেলে শহীদ বলা হয়। বিজয়ী হয়ে ফিরে এলে তাদের কে গাজী উপাধি দেওয়া হতো। এরা মুসলিম সমাজে সম্মানীয় ব্যক্তিত্ব। ইতিহাস ঘাটলে অনেক গাজীর সন্ধান মিলবে। যেমন গাজী কালু, আরতুগ্রুল যার মৃত্যুর ৮০০ বছর পরও তার ভয়ে পুরো পৃথিবী কাঁপে। সে যাই হোক গাজী সাহেবদের খ্যাতির কথা মাথায় রেখে ইদানিং সামুতে ব্যাপক গাজীর আমদানি লক্ষ্য করা যাচ্ছে। গাজী নামের মহত্তে এরা কেউ কেউ সোলেমানী ব্যান খেয়ে শহীদ না হয়ে পুনরায় গাজী হয়ে ফিরে আসছেন! এটা সত্যিই আনন্দের বিষয়! জয়তু শহীদ অথবা বিজয়ী গাজী! ভ্যালারে নন্দ থুক্কু ভ্যালারে গাজী সামুতে বেঁচে থাকো চিরকাল!৷
একটি জরুরী এলান!!
=========
জটল ভাই আমকে একখান জটল বান মেরেছেন,
তবে সেই বানের কারণে আমি শহীদ হইনাই আবার
গাজীও না! তবে তারে না পারি কিছু কইতে আবার
না পারি সইতে! বলেনতো কি যন্ত্রণা!
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



