
প্রামানিক ভাই চিন্তায় আছে তেলের দাম নিয়া,
ভাবী নাকি রান্না করে তেল পিয়াজ বাদ দিয়া।
খাইতে নাকি মজা পায়না তেল ছাড়া মাছ ভাত
বলতেও সরম লাগে চলে যাবে জাত।
তার পরেও বলছে ভাবী চাউল ছাড়া ভাত হবে,
অভাব তখন ডানা মেলে দূর দেশে পালাবে।
সেদিন আর দূরে নাই ভাবী ডেকে কয়,
গরীব মোরা হতে পারি ফকির মিসকিন তো নয়।
প্রামানিক ভাই খাইতো আগে হরেক রকম সাদ,
গরুর গোস্ত, সবজি ভাজি, মাছের তিন চার পদ।
তেল পেয়াজের দাম বাড়াতে ভাবী মারে হাক,
চুপসে গিয়া প্রামানিক কয় সব চুলায় যাক।
তেল মরিচ, পেয়াজ আলু, কচু মচু শাক
চাল আর গরুর গোস্ত মাচায় তুলে রাখ।
কিছুই আর লাগবেনাকো সকাল দুপুর রাতে,
তিন বেলা লাগবে শুধু তিনটা ট্যাবলেট পাতে।
ফিরবে সুদিন ট্যালেট খাবো ক্ষুধার ভাবনা নাই,
সারাদিন মনের সুখে ভাটিয়ালি গান গাই।
বউ পোলাপান নাতি পুতি থাকবে হাসি খুশি।
সপ্ন দেখি সোনার বাংলা মনে বাজ্র বাশি।
: ছড়াকার ভাই প্রামানিক ভাইকে :
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




