
মুবারক হো শবে বরাত
নূর মোহাম্মাদ নূরু
-----------------+
মধ্য শাবানের আজিকার এ রাত
যেনে রেখো হে মুমিন তা শবে বরাত।
ভাগ্য রজনী বা মুক্তির পবিত্র এ রাতে
মাহরুম কেউ যেন থাকেন কোন মতে।
আল্লাহ করেন ক্ষমা সারা রাত ভরে,
সবাইকে ডেকে বলে কি কি চাই ওরে!
ধন, মান, পাপের ক্ষমা চাইলেই দিবো
রাত ভোর হলে কিন্তু আমি চলে যাবো।
যা নিবার নিয়ে নাও আজি এ রাতে,
হেলায় হারাবে সব আফসোস প্রাতে।
হিংসা, বিদ্বেষ, অহংকার যদি মনে রয়
মুক্তির অন্তরায় তাহা, নেকী হবে ক্ষয়।
বেসুমার সম্পদ পেলো সোলায়মান নবী
আল্লাহর তাতে কম হলোনা আসো একটু ভাবি।
তার ভান্ডারের সোনা দানা কত তোমার চাই?
আজকে রাতে চাইলে তিনি দেবন তা বিলাই।
পুঃত পবিত্র মনে আজি এ রাতে
দিব আমি সবই তা যা চাও সাথে।
চাইলে বান্দা কভু ফিরাইনা আমি,
রহমান নাম আমার জগতের স্বামী।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২২ রাত ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




