
ভাগ্য রজনী শব-ই-বরাতের প্রত্যশা
নূর মোহাম্মাদ নূরু
শব- ই-বরাতের পূণ্য রাতে
নামাজ পড়ে রোজা রাখি দিনে,
আশা থাকে মনের মাঝে শেষ বিচারে
আমায় আল্লাহ যেন চিনে।
তাহার কাছে মাফ চেয়েছি আরো কত কিছু
তার পরেও দুঃখ ক্লেশ ছাড়ে নাই যে পিছু।
অভাব আছে, চাকরি গেছে করোনাতে পরে
তার পরেও হাজার শোকর যাইনি বলে মরে।
জনি আমি আল্লাহতালা ভালো বাসেন যাকে
অভাব, কষ্ট বিপদ আপদ তাদের লেগে থাকে,
অবিশাসী অহংকারী তাদের রাখেন সুখে,
বিশ্বাসীদের দুঃখে তাদের বাকা হাসি মুখে।
শোন ওহে অবিশ্বাসী তোমায় বলে যাই
পরকালে তোমার জন্য কোন কিছুই নাই।
দুনিয়াতে নিয়েছো যে আরাম আয়েশ সব,
তার পরেও ভুলে গেছো কে যে তোমার রব।
বিশ্বাসীরা স্মরণ রাখেন আল্লাহ তাদের রব
পরকালে তাইতো তিনি তাদেরকে দেন সব।
রোগ, ব্যাধি দুঃখ ক্লেশ কিছু নাই যে সেথা,
হাদিস কোরান পড়ে যানি এমন সুখের কথা।
সময় কিন্তু হয়নিগো শেষ তার দয়া গায়ে মাখো,
পাপের ক্ষমা চাইতে এবার নামাজ রোজা রাখো।
দয়াময় রহমান যে সে সবাইকে ক্ষমা করে,
সকল সময় স্মরণ রাখো একদিন যাবে মরে।
মরার আগে তাহার কাছে পাপের ক্ষমা চাই
তিনি ছাড়া ক্ষমার মালিক অন্য কেহ নাই।
দয়াময় ক্ষমা করো অধম এ বান্দারে,
কবরেতে আলো দিও না রেখে আন্ধারে।
প্রকাশকালঃ ঢাকা, ১৫ই শাবান, ১৮ মার্চ ২০২২ ইং
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২২ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




