
সাদা মনের মানুষ !!
নূর মোহাম্মদ নূরু
সাদা মনের মানুষ দেশে দেখা পাওয়া ভার,
যদিও মানুষ বড়াই করে নাই কোন দোষ তার।
রাতের কালো অন্ধকারে আকাম কুকাম করে,
দিনের বেলা সে মানুষই সাধুর লেবাস পরে।
সাদা মনের মানুষ যারা দশের সেবা করে,
বিপদে আপদে কভু যায়না দূরে সরে।
সাধ্য মতো পূরণ করে যার যা প্রয়োজন,
নীরবে নিভৃতে চলে নাই বারতি আয়োজন।
লেবাসধারী সাদা মানুষ ভিতরটা যে কালো,
যতই ঘষো সাবান সোডা হবেনাতো আলো।
গাড়ি বাড়ি টাকা কড়ির কোন অভাব নাই,
তার পরেও লোভ কমেনা আরো যে তার চাই।
এদের কাছে মানবতার কোন মূল্য নাই,
সুযোগ পেলে কেড়ে নিবে টাকা আনা পাই।
জিম্মি মানুষ তাদের কাছে জান মাল সব,
আক নিমিষে কেড়ে নিবে যদি করো রব।
চামড়া সাদা হলেই হয়না সাদা মনের মানুষ,
মন যদি তার সাদা না হয় ওটা রঙিন ফানুস
উপর দেখে বিচার করোনা কে সাদা কে কালো।
যদিও সবাই বলবে তোমায় সেই সবচে ভাল।
কথায় কাজে যার মাঝেতে মিল পাবেন খঁজে,
কেমন সাদা মনের মানুষ নিও সবাই বুঝে,
কালো রঙের মাঝেও যদি মনটা সাদা হয়,
সে মানুষকেই দশ জনে যে সাদা মানুষ কয়।
প্রকাশকালঃ ঢাকা-১৮ এপ্রিল ২০২২ ইং
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২২ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




