
সব শিয়ালের একই রা!!
নূর মোহাম্মদ নূরু
সারাটা দিন খেক শিয়ালের বন বাদাড়ে কাটে
ঘুরে বেড়ায় এদিক সেদিক খাবার নাহি জোটে।
সাঁঝের বেলা ঘোরা ফেরা গৃহস্ত বাড়ির পাশে,
হানা দিবে পাইলে সুযোগ মুরগী নয়তো হাঁসে।
দল ছুট হলে হাঁস মুরগী কারো রেহাই নাই,
ছাগল ছানা গাধার বাচ্চা না করে যাচাই।
ভাগ্য দোষে যদি কভু ধরা পরে হাঁস,
শিয়ালেরতো পোয়াবারো হাঁসের সর্বনাশ।
শিকার নিয়ে গভীর রাতে খেক শিয়ালে ভাগে,
হুক্কা হুয়া ডাক শুনিয়া অন্য শিয়াল জাগে।
সব শেয়ালে বেজায় খুঁশি পেয়ে বোঁকা হাঁস,
ভাগ্য দোষে বোক হাঁসের হবে সর্বনাশ।
কাকে দিয়ে শুরু হবে বোকা হাঁসের ফিস্ট,
খেজুর কাটায় কানা শেয়াল করে যে তার লিস্ট।
সব শিয়ালের একই রা তুই খা ! তুই আগে খা !
মাদী শিয়াল যারা আছে তারা পাবে হাত আর পা !
ভোজের শেষে সব শেয়লে আবার হুক্কা ডাকে,
পরের দিন ফিস্ট বানাতে ধরবে আবার কাকে।
পেয়ে যাবে বোঁকা হাঁদা ছাগল কিংবা গাধা,
ফিস্ট হওয়াই ভাগ্য লিখন পেলে হারামজাদা।
দূরে থাকো যতো পারো শিয়ালের পাল হতে,
জান বাঁচিবে মান থাকিবে নাইবা উঠলে জাতে!
রক্ত খাবে পিষে দিবে যদি বাগে পায়,
ভোজের পরে শিয়ালের পাল হুক্কা হুয়া গায়।
প্রকাশকালঃ ঢাকা-বৃহস্পতিবার,২১ এপ্রিল ২০২২ ইং
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




