
এতক্ষনে অরিন্দম কহিলা বিষাদে !!
নূর মোহাম্মদ নূরু
যারা সূত্র মুত্র ছাড়া বুঝতে অক্ষম সেইসব প্রশ্ন ফাঁস জেনারেশনের ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য বলছিঃ শিরোনামের বাক্যটি কবি মাইকেল মধুসুদন দত্তের মেঘনাদ বধ কাব্য গ্রন্থ হইতে চয়ন করা হইয়াছে। উপরোক্ত শিরোনামে অরিন্দম দ্বারা একজন ব্যক্তিকে বুঝানো হয়েছে যিনি বহুদিন পর হলেও দুঃখ বা বিষাদের সাথে অব্যক্ত কথা বলিয়া ছিলেন।
অতি সম্প্রতি জনৈক নন্দিত কারো কাছে নিন্দিত ব্লগার অত্যাধিক ক্ষোভ ও দুঃখের সাথে বিষাদভরা কণ্ঠে তার ভাষায় কয়েকজন দুষ্ট ব্লগারের তালিকা প্রকাশ করে তাদের প্রতি জেহাদ ঘোষণা করেছেন। এই তালিকায় দুই জন নারী অপ-ব্লগারের ছায়া তালিকা দিয়েছেন। নারী তার কাছে পূঁজনীয় বিধায় যাদের মুখোশ উন্মোচন করেন নাই। এ নিয়ে ব্লগ পাড়ায় অনেক জল ঘোলা হয়েছে। ব্লগ পাড়া এখন দুই দলে মুখোমুখি সম্মুখ সমরে । অবস্থা এমন যে কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। ঠিক আছে তোমরা যুদ্ধ করো। কেউ কাউকে বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনি ছড়ে দিওনা। কিন্তু তোমাদের এই যুদ্ধে যে নল খাগড়া পুড়ে ছাই হচ্ছে সে খবর কি রাখো? কথায় আছে পাটা পুতায় ঘষা ঘষি মরিচের জান শেষ!
জনৈক সেই ব্লগার হুংকার দিয়েছেন সম্মুখ সমরে, যে করেই হোক সে বঁধিবে পামরে। তা বাপু তুমি বঁধো বা সাধো তাতে আমাদের কোন ভাবাবেগ নাই। আমরা গ্যালারীতে বসে যে জিতে তাকে করতালিতে বরণ করবো। কিন্তু আমাদের গায়ে সামান্য পানির ছিটাও যদি লাগে তা হলে খবর আছে! মনে রাখবা আমাদের চোখে পর্দা নাই। "আমরা যে পাতে খাই সুযোগ পেলে সেই পাতেই ---ওয়াক থু'
সে যাই হোক দুষ্ট ও নারী অপ ব্লগারদের যে তালিকা তিনি প্রকাশ করেছেন তা যদি নিতান্তই তার ব্যক্তিগত বা আক্রোশ জনিত কারণে হয় তা হলে আমার পরামরশ আপনি আপনার রাগকে দমন করুন। আর যদি আপনার তালিকায় সত্যিকারের দুষ্ট ব্লগার স্থান পেয়ে থাকে তা হলে আমরাও তাদের হিংস্র থাবা থেকে নিজেদের রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
বিঃদ্রঃ সংগত কারনে দুষ্ট ব্লগার ও নারী অপ-ব্লগারদের নাম উল্লেখ করা থেকে বিরত থাকলাম। কারন তার লিষ্টে স্থান পাওয়া জনৈক বিদগ্ধ ব্লগার তার পোষ্টের ছায়াচিত্র তুলে নিয়ে এক খানা পোষ্ট দিয়ে হিট হয়ে আছেন!
শান্তি! শান্তি!! শান্তি!!! জগতের সকল প্রাণী শান্তিতে থাকুক।
প্রকাশকালঃ ঢাকা-২২ এপ্রিল ২০২২ ইং
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




