হালের সফদার ডাক্তার (ছড়া)
১৫ ই মে, ২০২২ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হালের সফদার ডাক্তার (ছড়া)নূর মোহাম্মদ নূরুসফদার ডাক্তার, মুখে শুধু বড় বোল,
ফুটানি দেখাতে গিয়ে বাঁধিয়ে দিলো গোল!
হাতুরে সে ডাক্তার, কোথা গেলো হারিয়ে!!
অকারণে অহেতুক, ব্লগটা নাড়িয়ে!
সেই থেকে যুদ্ধ, কাছা দিয়ে কোমরে।
হুংকার গর্জণ, বধিবে সে পামরে!
সাথে জো্টে মিত্র, হাতে গোনা দুই তিন।
ঝাটা খেয়ে তারাও যে, করে শুধু মিন মিন।
সফদার ডাক্তার কোমরেতে নাই জোর
যুদ্ধের ময়দানে, পিছনে সে দিলো দৌঁড়।
লেজ তুলে পালালো, রণে দিয়ে ভ্ঙ!
কেন বাবা যুদ্ধে কর এত রঙ্গ।
ভেবেছিনু কত জানি ছিড়বে সেই মহারাজ,
নাকানি চুবানি খেলো দেখা তার নাই আজ।
ইঁদুর ধরার বিদ্যা নিয়ে ধরিতে চায় সর্প,
কেউটার ছোবলেতে নিভি গেলো দর্প।
দু দিনের যোগী সে ভাত হলো অন্ন,
গুরুজনে কভু সে নাহি করে মান্য।
বয়স কম মোখলেছ তাই তো সে বোঝেনি
বিনা যুদ্ধে পাবেনা সুচাগ্র মেদিনী।
তাল কানা মন্ত্রীর তার ছিড়া সৈন্য
বুঝা গেছে শিক্ষায় কতটা সে দৈন্য।
জ্ঞানের অভাবে তারাতো বোঝেনি
বিনা যুদ্ধে নাহি পাবে সুচাগ্র মেদিনী।
তাল কানা হলে পরে, যেওনাকো যুদ্ধে,
বুঝা গেছে ঘটে আছে, কত টুকু বিদ্যে !
লড়ে যাও যুদ্ধে, যদি তুমি হও বীর।
ঠিক করো নিসানা, তার পরে মারো তীর।
তা না হেলে বেঘোরে হারাবে যে প্রাণটা,
প্রাণ যদিওবা বাঁচে বাঁচবেনা কানটা।
আমি বাপু সোজা বুঝি, দেই কিছু শিক্ষা,
মানলে মানো না হলে খাও করে ভিক্ষা।
প্রকাশকালঃ ঢাকা-রবিবার, ১৫ মে ২০২২ ইং ,
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৪

গল্প শুনেন বলি-
আমরা পড়ালেখা গুছগাছ কইরে চাকরীতে ঢুকছি।হঠাৎ বন্ধু গো ইমেইলের গ্রুপে মেসেজ (নাম ধরেন রফিক), রফিক যে পাড়ায় (রেড লাইট এরিয়া) যাইতো সেখানের একজন সার্ভিস প্রোভাইডাররে বিয়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪০
কে আছিস বলবান!
হ্ আগুয়ান।
দে সাড়া দে ত্বরা।
ধরতে হবে হাল,বাইতে হবে তরী, অবস্থা বেসামাল।
জ্বলছে দেখ প্রাণের স্বদেশ
বিপর্যস্ত আমার প্রিয় বাংলাদেশ।
মানবিকতা, মূল্যবোধ, কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতির বাতিঘর।
সর্বত্র আজ... ...বাকিটুকু পড়ুন
জুলাইয়ের তথাকথিত আন্দোলনের পুরোটা ছিল মেটিকিউলাস ডিজাইন
লালবদর নীলা ইস্রাফিল এখন বলছেন ও স্বীকার করছেন যে—
জুলাইয়ের সবকিছুই ছিল মেটিকিউলাস ডিজাইন।
মুগ্ধের হত্যাও সেই ডিজাইনের অংশ।
অভিনন্দন।
এই বোধোদয় পেতে দেড় বছর লাগলো?
আমরা তো... ...বাকিটুকু পড়ুন

তারেক এসেছে, বলেছে, I have a plan; তারেকের প্ল্যানটা কি? এই মহুর্তে তার প্ল্যান হতে পারে, নমিনেশন বাণিজ্য করে কমপক্ষে ৩০০০ কোটি টাকা আয়। ৩০০ সীটে গড়ে ১০...
...বাকিটুকু পড়ুনবই : টক অব দ্য টাউন

একটি বই হঠাৎ করে এতটা আলোচনায় আসবে আমরা কি ভাবতে পেরেছি ?
বাংলাদেশের মানুষ অতি আবেগপ্রবন , বর্তমান রাজনৈতিক অস্হিরতার মধ্যে ও
বাঙালীর স্বভাবসুলভ অনুসন্ধানী...
...বাকিটুকু পড়ুন