
লোম বাছিতে কম্বল উজাড়!!
(মজা দেই, মজা লই)
নূর মোহাম্মদ নূরু
লোম বাছিতে উজাড় হলো আমার সাধের কম্বল,
মাঘ মাসের শীতের রাতে ওটাই ছিলো সম্বল।
নাকের মাঝে সুড়সুড়ি দেয় কম্বলেরই লোম,
রেগে বলি একটু দাঁড়া আসছে তোমার যম।
সকাল হতেই বাছতে লাগি যত আছে লোম,
সন্ধ্যা কালে কম্বল খুঁজি জালিয়ে নিয়ে মোম।
পাইনা ভেবে শীত তাড়ানি কম্বল গেলো কই,
রাতের বেলা শীতের হাতে নাস্তা নাবুদ হই।
লোম বাছিতে কম্বল উজাড় এইটা কোন কথা!
কত সাধের কম্বল ছিলো দিলে লাগে ব্যাথা।
কত্ত বড় বোকা আমি এখন মনে ভাবি,
কম্বলের লোম বাছিতে আর কখনো যাবি?
কম্বলতো লোমই থাকে জ্ঞানী মানুষ জানে,
আমার মতো বোকা হলে বুঝবেনা এর মানে।
যার যেখানে থাকার কথা থাকতে দিও তাকে,
কম্বলেরই লোম না হয় ঢুকলো কিছু নাকে!
শীতের রাতে ঘুমাও সুখে কম্বল মুরি দিয়ে,
লোম বাছিলে কম্বল কিন্তু যমে যাবে নিয়ে!
লোমের মতো ঠগ বাছিলে উজাড় হবে গা,
দেশটা এখন ঠগের মুঠোয় কেউ করে না রা।
কম্বল গেছে নিজের ভুলে বাছতে গিয়ে লোম
ভুলের পরে ভুল করে যাই ফেটে গেছে বোম।
বল্লার চাকে ঢিল মারিলে যেমন দশা হয়,
ঝাকে ঝাকে বল্লারা সব হুল ফুটাচ্ছে গায়।
সিন্ডিকেটের কারিশমাতে পরে মাইনকা চিপায়,
নাকের উপর উঠছে পানি খুঁজছি বাঁচার উপায়!
যেদিক তাকাই আধাঁর দেখি ভর করেছে ভয়,
টিকবো ক'দিন বুঝিনাতো কি জানি কি হয়!৷
ঠগের দলে দিচ্ছে জোরে বাতির দিকে ফু,
সে কারণে মনের মাঝে গাইতে আছে কু!
বিপদ কালে তাইতো বসে জপি তাঁরই নাম।
হয়তো তরী ডুবে যাবে বিধি হলে বাম।
ভুল ত্রুটি অনেক ছিলো বাছতে গেছি লোম,
আমার মতো বোকা মানুষ দেশে খুবই কম।
ঠগের হাতে খেয়ে ধরা প্রদিপ নিভু নিভু।
ঘোর বিপদে সহায় থেকো দিন দূনিয়ার প্রভু।
প্রকাশকালঃ ঢাকা-২৯ মে, ২০২২ ইং৷
বিঃ দ্রঃ আমার কমেন্ট ব্যান থাকার কারণে যারা
আমাকে মন্তব্য করে ধন্য করেছেন তাদের কোন
লেখায় সৌজন্যমূলক মন্তব্য করতে পারছিনা বলে
আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২২ দুপুর ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



