
তিন বেলা গোস্ ভাত !
© নূর মোহাম্মদ নূরু
(মজা দেই,মজা লই)
দিনে যদি এক বেলা খাই উপসে যায় রাত,
কেমন করে আশা করি তিন বেলা গোস্ ভাত!
মরিচ আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন,
তিন বেলাতে গোস্ত খাবো হেসেই হচ্ছি খুন!য়
সাতশ টাকা গরুর গোস্ত খাসি হাজার টাকা,
কিনতে গেলে আধা কেজি পকেট হবে ফাঁকা!
তেল পিঁয়াজ আর মসলা পাতির আকাশ ছোঁয়া দাম,
গোস্ত খাওয়ার শখ ভুলে তাই জপি আল্লাহর নাম।
যারা আছে মহা সুখে দিয়ে পায়ের উপর পা,
তিন বেলা কেন নয় বেলাতে তারা গোস্ত খা!
গোস্ত কিনতে টাকা লাগে আছে সবার জানা,
তাগো গোস্তের মূল্য চুকায় মামদো ভূতের ছানা।
বাজার করার ঝই ঝামেলা নাইকো তাদের মোটে,
গোস্ত খাবার শখ করিলে পাইক পেয়াদা ছোটে।
গরুর গোস্ত খাসির গোস্ত মুরগী কেজি কেজি,
নয় বেলাতেও ফুরাবেনা ধরতে পারি বাজি!
ঈদ আসিলে বড় লোকে কোরবানী দেয় মেলা,
দু এক টুকরা গোস্ত চাইলে মুখটা করে কালা।
আয়েস করে গোস্ত খাবার ভাগ্যে কি আর আছে
মসলা পাতির যোগার যে নাই গোস্ত দিলাম বেচে।
আধা দামে গোস্ত বেচে ফিরি যখন বাড়ি
পোলা মাইয়া ঘুমাই গেছে বউ দিয়েছে আঁড়ি।
সারা দিনে হয়নি রান্না বউ করে ফোসঁফাঁস,
ঈদের দিনের রাতেও তাই দিলাম উপবাস!
আমার মতো লাখো মানুষ করছে উপবাস,
তাদের নিয়ে কেনো এমন নিঠুর উপহাস!
গোস্ত খাবার শখ করিনা মাছ যদি না পাই,
তিন বেলাতে ডাল ভাতের নিশ্চয়তা চাই।
তথ্য সূত্রঃএখন মানুষ চাইলে তিন বেলাও মাংস খেতে পারে: মৎস্যমন্ত্রী
প্রকাশকালঃ ঢাকা-৩০ মে, ২০২২ইং
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



