
কায়দা করে বেঁচে থাকো !!
নূর মোহাম্মদ নূরু
সবুজ শ্যামল দেশটা গেছে চোর ডাকাতে ভরে,
রন্দ্রে রন্দ্রে বিষ ঢুকেছে তিলে তিলে মারে।
যাদের হাতে নাটাই সুতার সুখে নিদ্রা যায়,
সেই সুযোগে দুষ্ট বাঘে বলদ মেরে খায়।
পালাবারতো পথ জানা নেই সামনে অন্ধকার,
লবন পেঁয়াজ তেল চিনি নাই উঠছে হাহাকার।
ভরা মওসুম তবুও চাল নাইকো হাতের মুঠোয়,
সিন্ডিকেটের পাগলা ঘোড়া উর্ধ্ব মূখী ছোটায়.
আজ যে দামে জিনিস বিকায় কাল তাতে না পাই,
সাবান সোডা লাফিয়ে চলে ধরার উপায় নাই।
মরিচ পেঁয়াজ আদা রসুন বস্তা ভরা দেখি,
দাম শুনিলে বাজার ফর্দ গোপন করে রাখি।
মাছ গোস্ত খাবার কথা ভুলছি অনেক আগে,
পিঠে পায়েশ খেজুরের রস খেতাম পৌষ মাঘে।
আম কাঠাঁলের ভরা মৌসুম পাইনা কিছু ভাগে,
দুধ মাখন খাবার স্মৃতি শুধুই মনে জাগে।
সবুজ বরণ দেশটা ছিলো ফুল ফসলে ভরা,
শ্যামলা মায়ের চারণ ভূমি স্মশান করলো কারা?
দেশটা ছিলো পরের হাতে খাইছে লুটে পুটে,
যা আছে তা সিন্ডিকেটে খাচ্ছে চেটে চেটে।
যে দিন যায় সেদিন তো আর ফিরে নাহি আসে,
তবে কেনো পুরান স্মৃতি মনের মাঝে ভাসে?
ভিষণ বিপদ ঘোর কলিকাল যায়না জীবন রাখা,
কায়দা করে বেঁচে থাকো, কায়দা করে থাকা।
প্রকাশকালঃ ঢাকা- ২ জুন ২০২২ ইং
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২২ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



