
আমাদের গ্রাম !
নূর মোহাম্মদ নূরু
আমাদের গ্রাম ছিলো ছবির মতন,
মাটির তলাতে ছিলো মানিক রতন।
ছোট কালে সুর করে পড়তাম সবে মিলে,
কথা গুলো শক্ত হয়ে বসে আছে দিলে।
সকাল বেলা কৃষক মাঠে যেত দিতে হাল,
কাজের পরে ফিরতে বাড়ি হতো যে বিকাল।
কষ্ট ক্লেষ নাইকো মুখে গাইতো মনের সুখে,
পাড়া পরশি সবাই মিলে থাকতো হাসি মুখে।
নতুন চালের পিঠা পায়েশ হলে কারো বাড়ি,
একা কেহ খেতোনা তা কেউ কাউকে ছাড়ি।
সবাই মিলে সন্ধ্যে হলে শুনতো গাজীর গীত,
সারা রাত গান শুনিতো ভয় পেতো না শীত।
ঈদের দিনে সবাই মিলে জর্দা সেমাই খেত,
পূঁজোর সময় নাড়ু মুড়ি মিঠাই মণ্ডা পেতো।
হিন্দু মুসলিম মিলে মিশে রইতো পাশা পাশি,
গ্রামই ছিলো তাদের কাছে মক্কা গয়া কাশি।
একাত্তরে হায়েনারা সব গ্রামে চলে এলো,
ছবির মতো গ্রাম খানি পুঁড়ে দিয়ে গেলো।
হিন্দু বাড়ির সাথে সাথে পুঁড়লো মোল্লা বাড়ি,
তার পরেও যায়নিতো কেউ কাউকে ছাড়ি।
এখনো কি গ্রাম খানি সেই ছবির মতো আছে,
মানিক রতন খুঁজিলে কি পাবো মাটির নীচে?
পুকুরেতে মাছ ছিলো আর গোয়াল ভরা গরু,
কার পাপেতে সবুজ গ্রাম হলো ধু ধু মরু?
প্রকাশকালঃ ৩ জুন ২০২২ ইং
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২২ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



