
মিছরির ছুরি !!
© নূর মোহম্মদ নূরু
বন্ধুর মুখোশে তারা গলা গলি করি,
বুকেতে বসিয়ে দেয় মিছরির ছুরি।
মাথা কাটে পেট কাটে, কাটে নাড়ি ভূড়ি
ব্যাথা ছাড়া কেটে যায় মিছরির ছুরি !
মুখে মধু অন্তরে বিষ এদের থাকে,
মধু ভরা কণ্ঠে আদর করে ডাকে।
মিছরির ছুরি দিয়ে সিরাজ কে মেরে,
মীর জাফর গালি হয় জগত সংসারে।.
ঘষেটিরা দিয়ে ছিলো কূটনীতির চাল,
নবাব সিরাজ তাতে হলো নাজেহাল।
রাজ্যপাট হারিয়ে তার প্রাণ দিতে হয়,
দুশ বছর ইংরেজ ছিড়ে ছিড়ে খায়।
মুখোশের আড়ালে তারা কল কঠি নাড়ে।
মধু হই হই বিষ হাওয়াইয়া প্রাণ নেয় কেড়ে।
বোঝা ভার চেনা দায় কে যে ভালো মন্দ,
সুগন্ধির প্রলে দিয়ে আড়াল করে গন্ধ।
মিষ্টি মিষ্টি কথা আর মধুর হাত ছানি,
মনে হবে তার কাছেই মিছরির খনি।
মিছরির প্রলোভনে পরে হবে নাজেহাল,
আগুনেতে পুড়ে যেমন পিপিলিকার পাল।
শত্রুকে চেনা গেলে থাকি সাবধানে,
মুখোশ পরা বন্ধুরা বুকে ছুরি হানে।
কে যে কার বন্ধু শত্রু কে বা কার,
মিছরির প্রলেপ থাকে বোঝা বড় ভার ।
দূরে থাকো যত পার উঠো না তার নায়,
ডাইনের কপাল তবে চলে যাবে বায়।
পার করার কথা বলে উঠিয়ে তার নায়,
মাঝ নদীতে সে দিবে তার তরী ডুবায়।
মিছরির ছুরি চিনে সাবধান হলে,
নিরাপদে থাকা যায় গুরুজন বলে।
দুষ্ট গরুর চেয়ে ভালো শূন্য গোয়াল,
মান, প্রাণ দুটিই তবে থাকিবে বহাল।
প্রকাশকালঃ ঢাকা, ৪ জুন, ২০২২ ইং
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২২ রাত ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



