
গুজবে কান দিবেন না!
সম্প্রতি ডিএমপি পরিচালকের বরাত দিয়ে একটি সর্তক বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সর্তক বার্তায় বলা হয়েছেঃ
"সবাইকে সর্তক করা হচ্ছে আগামী ১০-১৫ দিনের মধ্যে কোন বৃষ্টিপাত হলে কেউ সেই বৃষ্টিতে ভিজবেন না। বিশেষ করে বৃদ্ধদের বৃষ্টির সময় ঘর থেকে বের হতে দিবেন না। কারণ চট্টগ্রামের সীতাকুণ্ডে যে ভয়াবহ আগুনে যে রাসায়নিক কেমিক্যাল গুলো ঝলসে গেছে তার ফলে আকাশের মেঘ গুলোতে HYDROGEN PER OXIDE GAS মিশে গেছে।
সকলকে সর্তক বার্তাটি প্রদান করুন, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সাহায্য করুন।
- ডিএমপি পরিচালক"
তবে ডিএমপি কর্মকর্তারা বলছেন তাদের নামে ফেসবুকে প্রচার করা তথ্যটি ভুয়া।
তা ছাড়া হাইড্রোজেন পার-অক্সাইডের মেঘে মিশে যাওয়ার দাবির বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।
তাই এই গুজবে কান না দেবা জন্য পরামর্শ দেয়া হয়েছে। তবে
বিস্ফোরণ স্থলে হাইড্রোজেন পার অক্সাইড ছাড়া আর কোন রাসায়নিক পদার্থ ছিল কি না তা এখন পর্যন্ত জানা যায় নাই। যদি থেকে থাকে, তাহলে এসিড বৃষ্টির সম্ভাবনা আছে। তাই সতর্কতা হিসাবে কেউ হয়ত বৃষ্টিতে না ভেজার অনুরোধ করছেন।
সূত্রঃ বিভিন্ন অনলাইন পত্রিকা।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২২ রাত ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



