
একমাসে ৮০ কোটি টাকার টোল আদায়!
আজ ২৫ জুলাই সোমবার চালুর এক মাস পূর্ণ হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর। সেতু সূত্র
থেকে জানা যায় সেতু চালুর পর থেকে প্রতিদিন গড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৫ লাখ থেকে ১০ লাখ টাকা। বিগত এক মাসে পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৮০ কোটি ৩৯ লাখ ৩ হাজার ৪৭০ টাকা। এ সময় মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে পার হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৪৬২টি যানবাহন। এই অল্প সময়ে পাল্টে গেছে পুরো এলাকার চিত্র। আগে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ছিল শিমুলিয়া ঘাট। আর এখন হয়েছে সেতুর মাওয়া প্রান্তের পদ্মা উত্তর থানা পয়েন্ট। এই এলাকা ঘিরে এখন জমজমাট অবস্থা। সড়কে এখন রাতদিন ব্যস্ততা।৷
উল্লেখ্য সেতু কর্তৃপক্ষ বিভিন্ন যানবাহনের জন্য যে টোল নির্ধারণ করে, সে অনুযায়ী মোটরসাইকেলের জন্য ১০০ টাকা, গাড়ি বা জিপের ক্ষেত্রে ৭৫০ টাকা, পিক-আপ ভ্যানের ক্ষেত্রে ১২০০ টাকা, মাইক্রোবাস ১৩০০ টাকা, বড় বাসের ক্ষেত্রে খরচ ৪০০ টাকা , মাঝারি বাসের ক্ষেত্রে খরচ হবে দুই হাজার টাকা
সূত্রঃ আজকের সংবাদপত্র ও টিভি নিউজ
সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যম কর্মী
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




