একদা গাওছুল আযম হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী (রঃ) মহাপ্রভু আল্লাহ তায়ালার সৃষ্টি রহস্যের বৈচিত্র উপলব্দির লখ্য নিয়ে দেশ ভ্রমনে বের হলেন। ভ্রমনের উদ্দেশ্য উল্লেখিত লখ্য ছাড়াও পথভ্রষ্ট মানুষকে পথ প্রদর্শনের উদ্দেশ্যেও এতে নিহিত ছিল।
বহু দেশ, শহর, নগর, বন্দর, জনপদ, ভ্রমন শেষ করে অবশেষে এক নুতন শহরে এসে উপস্থিত হলেন। একদা সেই শহরের গলিপথ অতিক্রমকালে দেখলেন একটি হোটেলের বৃহৎ পাত্রে বহু সংখ্যক সিদ্ধ ডিম ভুনা করে রাখা হয়েছে। এসময় তিনি তন্ময়ভাবে আচ্ছন্ন অবস্হায় গলিপথ দিয়ে ধীর গতিতে চলতেছিলেন। সেই ভাব বিহ্বল চিত্তেই তার পবিত্র মুখ থেকে বের হয়ে গেল, হায়! হোটেলের মালিক যদি এই ডিম গুলো ভুনা করে না রাখত, তবে হয়ত এতগুলো মুরগির ছানা এখন তাদের জননীর সাথে মনের আনন্দে ঘুরে বেড়াত।
আল্লাহ তায়ালার কি অপার মহিমা তার মুখ নিঃসৃত বাণীর সাথে সাথে ডিম গুলো হতে বাচ্চা সৃষ্টি হয়ে উড়ে রাস্তায় লাফিয়ে পড়ে মনের আনন্দে ছুটাছুটি করতে শুরু করল। উপস্হিত লোকগণ এঘটনা দেখে গাওছুল আযম (রঃ) এর কাছে ভির করে ফেলল। সারা শহরময় এই বিস্ময়কর কীর্তির কথা ছড়িয়ে পড়ল। অল্প সময়ের মধ্যে ঐ শহর এবং আশপাশের সকল জনপদের লোক বড়পীর আব্দুল কাদের জিলানী (রঃ) এর ভক্ত হয়ে গেল্ এবং তার নিকট থেকে ফায়দা হাছিল করতে লাগল। হযরত গাওছুল আযম (রঃ) ও পরমাগ্রহে তাদিগকে মহান আল্লাহ তায়ালার দিকে আকৃষ্ট করতে লাগলেন। ( সূত্রঃ বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রঃ) এর জীবনী গ্রন্হ থেকে পাতা নং ২০৭ ও ২০৮)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





