নমরুদের মাছি তার নাকেই মরে গেছে
তোমাদের আর কোন ভয় নেই
রাতের ল্যাম্পপোষ্টে শয়তানের ছায়া আঁকো
কিশোরীর শরীরে বুনে দাও ফসলের আহ্বান
ঈশ্বর, আমরা পরজন্মে কৃষক হতে চাই
বসন্তে আমাদের প্রেমিকার শরীরে উষ্ণতার পলিমাটি জমে
আমরা সেই শরীরে ফসল বুনে দিতে চাই
আমাদের সহস্র প্রেমিকা হবে, অসংখ্য সন্তান
আমরা বীর্যবান পুরুষ হিসেবে নিজেদের প্রমান করে যাবো
প্রেমিকার ঘৃণার চাহনি, আমাদের ঠোঁটে অট্টহাসি এনে দেবে
আমরা জেনে গেছি, পাপের বেতন পরমায়ু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


