যখন আমি ক্লাস এইটে পড়ি
তখন থেকেই প্রেম করি।
ছিলাম বাবা মা'র চরম অবাধ্য
রুখে আমায় নেই কারো সাধ্য।
স্কুল পালিয়ে সারাদিন ঘুরতাম টো টো করে
ফুকতাম সিগারেট, দিতাম আড্ডা রাস্তার মোড়ে মোড়ে।
প্রিয় জায়গা ছিল আমার একটাই, সেটা গার্লস স্কুল
দাঁড়িয়ে থাকতাম তমালিকার অপেক্ষায় হাতে নিয়ে ফুল।
শুধু তমালিকা নয়, মুনমুন, ছন্দা'র বাবারা সয়েছে অনেক অত্যাচার
সত্যি বলতে কি? পাড়ায় ছিলাম আমি বখাটেদের সরদার!
প্রতিদিন বাসায় আসতো একশ একটা নালিস
দু-দিন পর পরই আমায় নিয়ে বসতো সালিশ।
আমি অনেক ভালবাসতাম তমালিকাকে
কখনো সে বুঝতে চায়নি আমাকে।
হটাৎ একদিন তমা'রা চলে যায় এলাকা ছেড়ে
সেদিন আমি কেঁদেছিলাম, আজও তাকে খুব মনে পড়ে।
উৎসর্গঃ আমার শ্রদ্ধেয় মামা পাহাড়ের কান্নাকে.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


