লিখার মতো কিছু খুঁজে পাচ্ছিলাম না। তাছাড়া হাতে খুব একটা সময়ও না থাকায় ভেবে দেখলাম ছবি ব্লগ দেয়াই সবচেয়ে ভালো। তাই ছবি ব্লগই দিলাম
রাতের বেলায় স্লো শাটার স্পিডে ছবি তুলতে আমার অনেক ভালো লাগে। কারণটা আমার জানা নাই।
এই হল প্রথম ছবিঃ
জ্যোৎস্না রাতের সৌন্দর্য ফ্রেমে বন্দি করার চেষ্টা।
Exif:
Shutter Speed: 15 Sec
f/2.8
ISO: 80
এটি হচ্ছে সিলেটের কিন ব্রিজ।
এটি হচ্ছে একটা পুকুরের ছবি, পানির উপর এমন ঘর তৈরি করে থাকলে পারলে বোধহয় মন্দ হতো না।
বিজলী!!!
আবারও জ্যোৎস্না রাতের সৌন্দর্য ফ্রেমে বন্দি করার চেষ্টা।
এটি গত বছরের তীব্র শীতে তোলা। টিনশেডের একটি ঘর থেকে আলো আর বাইরের কুয়াশা মিলে এই রুপ ধারন করেছিল।
উপর থেকে তোলা একটি রাস্তার ছবি
আজ এ পর্যন্তই।
সবার জন্য শুভ কামনা রইলো, ভালো থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


