তোমায় আমি খুঁজে বেড়াই
অস্তমিত সূর্যের সিঁদুর লালে,
সমাজ সভ্যতার গ্রহনের কালে,
অথবা প্রিয়তার বৃষ্টিভেজা চুলে।
তোমায় আমি খুঁজে বেড়াই
পূর্ণিমা রাতে সুকান্তের কবিতায়,
পিতায় পরাজয়ে নয়; নৈতিকতায়,
অথবা প্রিয়তার হৃদয়ের উষ্ণতায়।
তোমায় আমি খুঁজে বেড়াই
ক্লান্ত মজুরের সবল পেশীতে,
বন্দী সৈনিকের সজাগ দৃষ্টিতে,
অথবা প্রিয়তার প্রাণখোলা হাসিতে।
(এটাও আমার ঐ ফ্র্যান্ডের লেখা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




