স্কুল কলেজে সবসময় teacher দের দেখেছি প্রথম class এর দিন কোনো serious কথা বলতেন না ...প্রথম class টা সবাই মজার করে তুলতে চেষ্টা করতেন...যথাসম্ভব মজার মজার কথা বলতেন।এর কারণ, বোধয় সবাই চাইতেন যেনো তাদের সূচনাটা সুন্দর হোক।আজ এখানে আমার ও সূচনা,তাই আমিও চেষ্টা করবো একে যথাসম্ভব মজার করে তুলতে।শুরু করি একটা কবিতা দিয়ে...প্রায় তিন বছর আগে লিখা।কবিতা না বলে একে ছড়া বলাটাই শ্রেয়।কারণ ছোটরা পড়লে হয়তো মজা পাবে কিন্তু বড়দের কাছে ভালো না লাগাটাই স্বাভাবিক।এখানে বলে রাখা ভালো, কবিতা লিখার জন্য কবিতা লিখিনি...লিখতে গিয়ে যতক্ষণ মজা পাচ্ছিলাম ততক্ষণ ছন্দ মিলিয়ে কলম চালিয়েছি মাত্র...নিজের মজার জন্যই আমার কবিতা লিখা।কারো কাছে ভালো লাগলে ভালো আর ভালো না লাগলেও কোনো অভিযোগ নেই।যাহোক,আমি বোধয় শুরুতেই একটু বেশি কথা বলে ফেলছি...
আর কিছু বলে আপনাদের বিরক্ত না করে এবার সেই কবিতা, sorry ছড়া তে যাওয়া যাক
"গাধার বিয়ে"
গাঁদা ফুল কিনলো গাধা ছয় আনা দিয়ে,
শখ জেগেছে গাধার মনে করবে এবার বিয়ে।
গাধী খুঁজে পায় না গাধা,এখন উপায় কি?
অবশেষে পছন্দ তার পাশের বাড়ির ঝি।
রূপে গুণে তার জুরি নাই,
বিদ্যা বুদ্ধি?তাও আছে ভাই।
এখন শুধু গাধার মনে বাজে সুখের বীন,
গুণে গুণে পার করে সে এক একটা দিন।
গাঁদা ফুলের মালা গেঁথে গাধা ভাবে মনে,
কবে আমার হবে বিয়ে সেই মেয়েটির সনে।
একদিন সেই মেয়েটি স্বয়ং এসে গাধার কাছে,
বললো 'তোমার সাথে আমার একটু কথা আছে'।
গাধা বলে হেসে, 'একটু ঝারো কেশে'।
বললো সে, 'বিয়েতে আমার ও গাধা ভাই,
আমার বরের কিন্তু তোমার পিঠেই আসা চাই'।
গাধা বলে 'তবে কি আমার সব স্বপ্নই বৃথা?
এমন অবোধ বলেই বোধয় নামটি আমার গাধা '।
প্রশ্ন আমার আজকে এই বিশ্ব জাতির তরে
কেন লোকে বলে তবে 'কেবল গাধারাই বিয়ে করে'?
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




