এই কবিতা টা লিখেছিলাম আমার স্কুলের সবচেয়ে প্রিয় madam কে উদ্দেশ্য করে...যদিও স্কুল এ থাকাকালীন madam কে কবিতা টা দেবার মতো সাহস কখনোই হয়নি.পাছে madam যদি ভাবে কোনরকম "তৈল মর্দন করছি" বা ক্লাশের অন্য কেউ যদি আমার এই কবিতা পড়ে হাসে,তাহলে তো আমার লজ্জার কোনো অন্ত থাকবে না...লোকলজ্জা জিনিস টা আসলেই অনেক মারাত্মক...কিন্তু এখানে সেই madam ও নেই,আমার কোনো classmate ও নেই...তাই এখানে কবিতা প্রকাশে আমার কোনো বাধা ও নেই.কেউ হয়তো কোনদিন জানবেও না ক্লাসের সেই চুপচাপ মানুষটা কোনো একদিন তার প্রিয় teacher কে নিয়ে কিছু একটা লিখতে চেষ্টা করেছিলো...তাতে কী?নাহয় থাকলো আমার অনুভূতিগুলো আমার কাছেই গোপন...তবে বলে রাখা ভালো,আমাদের সেই madam আসলেই একজন অসাধারণ মানুষ ছিলেন...এখনো কোনো ভালো কাজে গেলে/দেখলে উনার কথা আমার মনে পরে.
প্রিয় পাঠক,আপনারা হয়তো বিরক্ত হতে পারেন এই ভেবে যে,কবিতা লিখা দরকার কবিতা লিখবে,এত কাহিনী বলার কী দরকার?
কিন্তু মানুষ কে আমার কোনকিছু বলার ধরন-ই এমন.কারণ আমার ধারণা,যদি প্রেক্ষাপট জানা থাকে তাহলে যে কোনো জিনিস শুনতে বা জানতে বেশি ভালো লাগে,কেউ যে ভাব টা প্রকাশ করতে চায়,প্রেক্ষাপট জানা থাকলে ঠিক সেই ভাবটাই পাঠক বুঝে নিতে পারে...ওরে বাবা!অনেক বেশি বকবক করে ফেলছি
লাগলেও কোনো অভিযোগ নেই...
ভালো মানুষ
আমাকে যদি কেউ প্রশ্ন করে ,
তুমি কী কাউকে শাসন করে সোহাগ করতে দেখেছ?
আমি বলবো -
হ্যা,আমি দেখেছি.
যদি কেউ প্রশ্ন করে,
তুমি কী পাথরে ফুল ফোটাতে দেখেছ?
আমি বলবো -
হ্যা,আমি দেখেছি.
যদি কেউ প্রশ্ন করে,
তুমি কী সুর্যের উজ্জ্বলতা দেখেছ?
আমি বলবো -
হ্যা,আমি দেখেছি.
কেউ যদি আমায় প্রশ্ন করে,
তুমি কী জোত্স্না রাতের স্নিগ্ধতা দেখেছ?
আমি বলবো -
হ্যা,আমি দেখেছি.
আমাকে যদি প্রশ্ন করা হয়,
তুমি কী ঘাসের উপর জমে থাকা একবিন্দু শিশির কনা দেখেছ?
আমি বলবো-
হ্যা,আমি দেখেছি.
আমাকে যদি কেউ প্রশ্ন করে,
তুমি কী একজন ভালো মানুষ দেখেছ?
তখন আমি বলবো-
মানুষ তো কতই হয়,
কিন্তু আমি একজন ভালো মানুষের সন্ধান পেয়েছি.
কারণ madam,আমি আপনার মতো একজন মানুষ কে দেখেছি.
আর আপনার মাঝেই আমি সেই সব খুঁজে পেয়েছি.
ধন্যবাদ.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




