আমার মা কে সবসময় বলতে শুনেছি "পৃথিবীর অন্য যেকোনো সম্পর্কের মধ্যে কৃত্তিমতা থাকতে পারে,কিন্তু সন্তান এবং মায়ের ভালোবাসায় কোনো ফাঁক নেই,কোনো কৃত্তিমতা নেই"।আমার বিশ্বাস ও এতদিন এমনি ছিল।কিন্তু গত ১ বছরে ঘটে যাওয়া বিভিন্ন নৃসংশ এবং অমানবিক ঘটনা আমার সেই বদ্ধমূল ধারণা কে ও মিথ্যে করে দিতে চাইছে।১জন মা কী করে তার সন্তান কে হত্যা করতে পারে,সেই বেপার টি আজও আমার কাছে দুর্বোধ্য,আজ ও আমার কাছে এটা অবিশ্বাস্য।
আর যে মা এত কষ্ট করে,এত আদর সোহাগ দিয়ে তার সন্তান কে লালন পালন করেছেন,সেই মা কে কী করে তার সন্তান খুন করতে পারে?একবারও কী তাদের মনে পড়ে না,যেই মায়ের হাত ধরে তাদের পৃথিবীর আলো দেখার সৌভাগ্য হয়েছিল,সেই মা কে কী করে এতটা অবহেলা করা যায়?কী করে তার প্রতি এতটা নিষ্ঠুর হওয়া যায়?
কথা গুলো শুনতে এবং বলতে - দুটি আমার জন্য কষ্টকর।তবে কী আমার এতদিনের বিশ্বাস সব মিথ্যা?তবে কী এখন এই মধুর সম্পর্কেও এখন কৃত্তিমতা আশ্রয় নিয়েছে?
যাদের জন্য এই পবিত্র সম্পর্ক ও আজ কলুষিত হচ্ছে,তাদের শুধু বলতে চাই-ছিঃ ছিঃ ছিঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




