মা হৃদয়ের গভীরতম অনুভুতির সাথে মিশে থাকা একটি নাম । জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যার আনাবিল স্নেহধারা সিক্ত প্রতিটি প্রাণ । গল্প কথা অথবা বাস্তবতার যার উপস্থিতি। যাকে নিয়ে লিখতে গেলে চোখের কোনা ভিজে উঠে যার ঋণ সুদ করার ক্ষমতা সৃষ্টকির্তা কাউকে দেয়নি । মাকে নিয়ে বলতে গেলে বলা শেষ হবেনা । তবু তার কিছু স্মৃতি কথা সন্তানে কাছে আজিবন স্মৃতি হয়ে থাকবে।
মাকে নিয়ে লিখতে বসে কি ভাবে শুরু করব সেইটা বুঝতে পারছিনা । কোন দিকে রেখে কোন দিকে বলব সেইটা বুঝতে পারছিনা । আমার মা সাথে আমার পরিচয় আমার জন্মের আগে। তার মাধ্যমে এই আজানা পৃথিবীর আলোর মুখ দেখেছি। এই আজানা পৃথিবীতে তিনি ছিলেন আমার একান্ত কাছে ।
পৃথিবীতে প্রত্যেক মানুষের কাজের পিছনে কারন ও স্বার্থ থাকে কিন্তু একটি সন্তান ছোট থেকে বড় করা পিছনে মা কোন স্বার্থ থাকেনা ।
পৃথিবীতে কাহারো মা আছে আবার কাহারো মা বেঁচে নেই আসলে মা যে কি ? তা লিখে শেষ করা যাবেনা । সমস্ত দুঃখ কষ্ট আর হতাশা যখন দুনিয়া নিমজ্জিত তখন মায়ের আচলে ছায়াই যেন শান্তি ।
* আল্লাহর পর যদি কাউকে সিজদা করার অনুমতি দিত তা হলে প্রথমে মাকে সিজদা করতে বলত ।
তাই সবার কাছে আমার বিনীত অনুরোধ জন্মদাতা মাকে কেউ যেন কষ্ট না দেয় ।
এস.এম. ওসমান গনি হায়দার লিটন
উত্তর পতেঙ্গা , মাইজপাড়া
পতেঙ্গা, চট্টগ্রাম।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



