অন্যের পাপ গনিবার আগে
নিজেদের পাপ গোনো!
পাপের পঙ্কে পূন্যপদ্ম,
ফুলে ফুলে হেথা পাপ
সুন্দর এই ধরা-ভরা শুধু
বঞ্চনা অভিশাপ।
-কাজী নজরুল ইসলাম
আদর গরগর
বাদর দরদর
এ তনু ডরডর
কাঁপছে থরথর।
নয়ন ঢলঢল
কাজল কালোজল
ঝরে লো ঝরঝর।
-কাজী নজরুল ইসলাম
আমি বেদুইন, আমি চেঙ্গিস,
আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ,
আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার,
আমি ইস্রাফিলের গিঙ্গার মহা হুঙ্কার।।
- কাজী নজরুল ইসলাম
আমার হৃদয় আমার হৃদয়
বেচিনিত তাহা কাহারো কাছে
ভাঙ্গা চোরা হোক, যা হোক তা' হোক
আমার হৃদয় আমারি আছে।
- রবীন্দ্রনাথ ঠাকুর
আজি এ হৃদয়ের সাথে
একবার করিব সংগ্রাম।
আমি সব সংগ্রামে বিজয়ী
হৃদয় হবে পরাজয়
জগতের দূর হবে ভয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর
প্রভু, দন্ডিতের সাথে
দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে
সর্বশ্রেষ্ঠ যে বিচার; যার তরে প্রাণ
কোন ব্যথা নাহি পায় তারে দন্ডদান
প্রবলের অত্যাচার।
-রবীন্দ্রনাথ ঠাকুর
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




