লরেন্জ-এর সূত্র:
ইন্ঙ্জিন বা মোটর সারাবার পর যখন হাতে তেল লেগে থাকবে তখনই নাক চুলকাবে।
কোভাক-এর সূত্র:
টেলিফোনে ভুল নম্বর ডায়াল করলে কখনো তা বিজি থাকে না।
ক্যানন-এর কার্মিক সূ্ত্র:
বস-কে যদি মিথ্যে অজুহাত দেন যে টায়ার ফাসার জন্য আসতে দেরী হয়েছে, তবে পরের দিনেই টায়ার ফাসবে।
ও'ব্রায়ানের সূত্র:
যে লাইনে দাঁড়িয়েছেন, সেই লাইন ছেড়ে অন্য লাইনে দাঁড়ালে দেখবেন আগের লাইনটা দ্রুত এগোচ্ছে।
বেল-এর সূত্র:
বাথরুমে ঢুকে পানি দিতে না দিতেই শুনবেন টেলিফোন বাজছে।
রুবী'র সূত্র:
কাউকে নিয়ে যখন ঘুরছেন, তখন যাকে চান না আপনাদের একসঙ্গে দেখেন- তাকে দেখার সম্ভাবনাই বেড়ে যাবে।
উইলোবি'র সূত্র:
যখন কাউকে দেখাতে চান যে, একটা জিনিষ কাজ করছে না, তখন সেটা ঠিক ঠাক কাজ করে বসে।
জাদ্রা'র সূত্র:
যে জায়গায় চুলকোতে যখন অসুবিধা হয়, সেই খানেই চুলকানি বাড়ে।
ওয়েন-এর সূত্র:
যখন গরম চা নিয়ে সবে মাত্র বসেছেন, তখনই বড় সাহেব ডেকে পাঠিয়ে কোন কাজ দেবেন যা করতে গিয়ে চা ঠান্ডা হয়ে যাবে।
হাইডেনের সূত্র:
মেইলবক্স বা পোষ্টবোক্স দেখা মাত্র আপনার মনে পড়বে যে চিঠিটা পোষ্ট করার কথা ছিল, সেটা সঙ্গে নেই।
কিচেন-এর সূত্র:
বাসে উঠে বা অফিসে এসে ভাবনা শুরু হবে, বাড়ির ফ্যানটা বা পাম্পটা বন্ধ করে এসেছেন কিনা।
__________________________________

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


