আমার ভেতরে এক নিরিবিলি সুঁড়িঘর।আর
জানালায় আছড়ে পড়ছে
অভিশপ্ত কোয়ার্কের দল।
তাদের শরীরে লেগে আছে-
বিদগ্ধ প্যালিকানের পালকের ঘ্রাণ
-নিঃসাড় শুদ্ধতা-
বারম্বার ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে সব চিত্রল নিঃস্বন;
আর আমি……মধ্য সমুদ্রের মতো মূক!
অথচ পাখির মন নদীর গতির মতো মুক্ত
এবং সেখানে মিশে কতো কতো জীবাশ্মের স্বেদ
তবু তো পাখি ও নদী উভয়েই অকলুষ চিরকাল;
নিবিড় নিরজ্ঞান থেকে তুলে আনে সবুজ খরজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


