
আমরা যারা ঢাকা শহরে থাকি , যারা কোন রাজনীতি করিনা, যাদের কোন হারাম রোজগার নেই , দলীয় ভিক্ষা নাই তাদের উপর রীতিমতো অত্যাচার ও জুলুম করা হচ্ছে। ক্ষমতার মনসবে যারা বসে আছেন তারাই বিভিন্ন অজুহাতে আজ এই আন্দোলন কাল সেই আন্দোলনের বাহানায় জ্যামের শহর ঢাকার জ্যামকে আরও ৩ গুণ বাড়িয়ে দিয়েছে। পুরা পৃথিবী জুড়ে যখন এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা চলছে তখন আন্দোলনকারীরা আর্থ সামাজিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। কেউ প্রতিবাদ করলে মব সৃষ্টি করে তার প্রাণ নাশ করছে।
দেশের আপামর জনসাধারণ এক বুক আশা নিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। কত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশটা তরুণদের হাতে তুলে দিয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস সরকার বদল হলেও পাল্টায় নি চরিত্র। এইতো গেলো বছর ফেনীর বনায় মাধ্যমে শুরু হয় অনুদানের নামে লুটপাট। সম্প্রতি শেয়ার বাজার লুটপাট করে হাজার কোটি টাকা লুটপাট করেছে ।
নিজ দলীয় অপরাধীদের ছেড়ে দিয়ে অন্য দলের অপরাধীদের গ্রেপ্তার , টাকায় ছবি পরিবর্তন , বিগত সরকারের উন্নয়ন মূলক কাজ গুলো স্থগিত , ব্যক্তিগত শত্রুকে আওয়ামীলীগ বানিয়ে অত্যাচার, ডাকাতি , চাঁদাবাজি , প্রতিপক্ষের সম্পত্তি দখল থেকে শুরু করে সব অপরাধ রয়ে গেছে । পূর্বে একদল করছে এখন অন্যদল। কেউ প্রতিবাদ করলে বা সমালোচনা করলে তাকে বানিয়ে দেয়া হচ্ছে "র" এজেন্ট অথবা ফ্যাসিবাদের দোষর।
মামা বাড়ির আবদার পূরণে ঢাকা অচল করে রাখা, মব সন্ত্রাস ও নারীদের অসম্মান করার ফলেই আরও একটি বিদ্রোহ হতে বেশী দিন বাকি নেই।
ছবি সূত্র- বিডি টুডে।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২৫ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



