
৩৬ জুলাই অভিশপ্ত ছাত্রলীগের পতনের পর আমরা পুরা দেশ জুড়ে বিজয় উল্লাস শুরু হয়। হাসিনা সাম্রাজ্যের পতনের পায় দেশের মানুষ ২য় বার স্বাধীনতার সাধ উপভোগ করে। শুকরান নামাজ পর্যন্ত আদায় করতে দেখা গেছে। কিন্তু সময় গড়িয়ে আরেকটা জুলাই আসার আগে জাতীর উপর চেপে বসেছে ৭১ এর মানবতা বিরোধী অপরাধী , গণ হত্যাকারী , রাজাকার , মাতৃভাষা বিরোধী , এদেশীয় পাকিস্তানী নাগরিক নামে খ্যাত জামায়াত শিবিরের সন্ত্রাসীরা। বৈষম্য বিরোধের ছদ্মবেশে পুরা আন্দোলনের মাস্টারপ্ল্যান করে আলবদর বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র সেজে দেশের ভারত ও আওয়ামী বিরোধী শক্তির সাথে প্রতারণা করেছে ৭১ এর ৩০ লক্ষ বাংলাদেশী হত্যাকারীর দোসরেরা।
দেশের সাধারণ মানুষের সাথে প্রতারণা করে , সাধারণ মানুষের দেশপ্রেম কে পুঁজি করে , কৌশলে অভিশপ্ত শিবিরই যেন পরোক্ষ ভাবে ক্ষমতা গ্রহণ করল। ফ্যাসিবাদের পতনের পর পুরা দেশ জুড়ে শুরু হয় , জাশির তাণ্ডব। ক্যাম্পাস দখন , স্ট্যাটাস দেয়ার অপরাধে হত্যা, শিশু ধর্ষণ , মাদ্রাসায় বলৎকার, পাকিস্তানী পতাকা উত্তোলন , আদালত পাড়ায় আইন নিজের হাতে তুলে নেয়া , জোর করে ভয় দেখিয়ে বিচারকের রায় আদায়, শিল্পী ও সুশীল নারীদের নির্যাতন , শিল্পকলা দখল , চাঁদাবাজি , সন্ত্রাস , রগ কেটে দেয়া , খুন মোটা-দাগে ৯ মাসে অন্যায়ের যত শাখা প্রশাখা আছে তাদের বিচরণ শেষ ।
ওয়াজের নামে পুরা দেশ জুড়ে ধর্ম ব্যবসা, কোরানের মাহফিলের নামে নারীদের প্রতি বিদ্বেষ সৃষ্টি , বিরোধী মতাদর্শের মাজার -মসজিদ -মাদ্রাসায় হামলা, কোরানের মাহফিলে বসে দ: ইউনুছ এর উত্তানকে নবী রসুলদের উত্তানের সাথে তুলনা করা , জঙীবাদ উস্কে দেয়া, বিধর্মী নির্যাতন ! উফফ লিখে শেষ করা যাবে এদের মাত্র ৯ মাসের অপরাধ !
সর্বশেষ গতকাল জামায়াত শিবিরের পীর পিনাকী পর্যন্ত স্ট্যাটাস দিয়ে লজ্জিত হয়েছে শিবির সন্ত্রাসীর এক নারীকে লাথি মারার হিংস্র ভিডিও দেখে।
অবশ্য আশার কথা হল এসব সীমা লঙ্ঘন এর কারণে দেশের মানুষ শিবিরের বিরুদ্ধে ফুঁসছে। খুব দ্রুত জাশিকে দমন করতে বাধ্য হবে সরকার। জাশির পতন হবে নিষিদ্ধ ছাত্র লীগের মত। পোষ্টে ব্যবহৃত ছবিটি বাংলা ট্রিবিউন থেকে নেয়া। ছবি বলে দিচ্ছে এরা নারীদের কত ঘৃণা করে। এরা ভুলে করেও কখনো ক্ষমতায় বসলে নারীদের জীবিত কবর দিবে।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২৫ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


