এই হঠাৎ চলে যাওয়া, ঘুমের কাছে
বলা, এসে পড়লাম ফের সূর্য শেষে।
"আমায় গ্রহন কর, গ্রহন কর",
নয়ত
বুড়ো আঙ্গুলের ঘা পাবে, ঘৃনা পাবে, শুন্য ঘর পাবে
পাবে ঘরের ফেরার আকুতি, শান্ত চিৎকার
লাল চোখ, সাদা চুল-ধোয়ার সমুদ্রে মেঘ-পার।
ফিরব না, (সত্যি),
ঘুম তোমাকে ঘৃনা করি।
তুমি গায়ে গন্ধভরা বুনো শুকোর।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





