পরে জানা গেল ছবি না তুলতে দেওয়ার কারণ 'শুধু মেয়েদের ছবি তুলে ফেইফবুকে ফেইক আইডি খোলা হয়' তাই ছবি তোলা নিষেধ।
আমার জানা মতে, প্রথমে ব্লগারা এ কর্মসূচি সূচনা করেছিলেন আস্তে আস্তে যা এক গণজাগরণে সৃষ্টি। ব্লগে লিখা ও ছবি পোষ্টের মাধ্যমে আমরা মতামত প্রকাশ করতে পারি। আমরা প্রায় সবাই জানি সিলেট প্রবাসির সংখ্যা অন্য জেলার চাইতে বেশী, অনেক দেশে আছেন শুধু মাত্র গণজাগরণের জন্য। কেন অহেতুক কারণ দেখিয়ে ছবি তুলতে দেওয়া হচ্ছে না? কার অনুমতি লাগবে? এখানে সবাই নিজের ইচ্ছায় আসে, কোন অনুরোধ বা ভন্ডামির জন্য নয়। এটা কি কোন ধরণের অশুভ সংকেত? এ ধরণের হীন মানসিকতার পরিচয় কাম্য নয়.....
ছেলেটির তোলা কিছু ছবি ......... যেখানে কোন ভন্ডামি ছিল না।
ছিল শুধু না বলা কথা..................
লেখার বানান এ ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




