আগের কবিতা গুলো পড়তে নিচের লিঙ্ক গুলোতে ক্লিক করুন।
ভাল লাগা কবিতা................
পাবো প্রেম কান পেতে রেখে -শক্তি চট্টোপাধ্যায়
এবার হয়েছে সন্ধ্যা -শক্তি চট্টোপাধ্যায়
একবার তুমি -শক্তি চট্টোপাধ্যায়
একবার তুমি ভালোবাসতে চেষ্টা কর –
দেখবে, নদীর ভিতরে, মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে
পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জল
নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল
একবার তুমি ভাল বাসতে চেষ্টা কর |
বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল - ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়
সমস্ত পায়ে-হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে
যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলির সলমা-চুমকি-জরি-মাখা প্রতিমা
বহুদূর হেমন্তের পাঁশুটে নক্ষত্রের দরোজা পর্যন্ত দেখে আসতে পারি |
বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল
চিঠি-পত্রের বাক্স বলতে তো কিছু নেই - পাথরের ফাঁক-ফোকরে রেখে এলেই কাজ হাসিল -
অনেক সময় তো ঘর গড়তেও মন চায় |
মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে
আমাদের সবই দরকার | আমরা ঘরবাড়ি গড়বো - সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরবো |
রূপোলি মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেলে
একবার তুমি ভালবাসতে চেষ্টা করো |
** এই কবিতাটা পড়ার সময় আজকে আমার এক বন্ধুর কথা মনে পরছিল। যার কোন অনুরোধ- উপরোধ আমি রাখতে পারি নি। ঠিক কবিতাটির মত করেই কোন এক বর্ষার দিনে সে আমাকে বলেছিল আর আমি তাকে নিরাশ করেছিলাম। বন্ধু তুমি যেখানেই থাক ক্ষমা করো আমাকে।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



