হক এর সাথে না হক থাকবেই । যেমন থাকবে খারাপের সাথে ভালো , ভেজালের সাথে খাটি, ভন্ডের সাথে সহি ।
চারিদিকে ভেজালের ছড়াছড়ি ।কিন্তু এর মাঝেও আমরা খাটি জিনিষ বাচাই করে নেই । বাজারে গেলে বাচাই করে খাবার কিনি , পড়ালেখা করতে বাচাই করে ভর্তি হই , যাচাই করে ভালো কাপড় কিনি , ভালো জায়গায় ঘুরতে যাই , ভালো জায়গায় থাকার চেষ্টা করি অর্থাৎ সবক্ষেত্রেই যাচাই-বাচাই করে তারপর গ্রহন করি ।
হক্কানি ওলিয়াল্লাহ তথা পীর-শায়েখ যেমন থাকবে তেমনি ভন্ড পীর ও থাকবে । তাই বলে হক ওলিয়াল্লাহ উনাদের বিরোধীতা করা যাবেনা । মাথা ব্যথা হলে যেমন মাথা কাটা যাবেনা তেমনি ভন্ড পীর আছে বলে হক্কানি ওলিয়াল্লাহ উনাদের শান মান নিয়ে খারাপ কথা বলা যাবেনা । আবু লাহাব হুযুরে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরোধীতা করার কারনে পচে-গলে মরল ।
সবাইকে এই ব্যাপারে সাবধান হতে হবে । কারো বিপক্ষে বলার আগে খোজ নিয়ে বলা উচিত । ভন্ড হলে বলতেই হবে কিন্তু সবাইকে ভন্ড বলতে যেয়ে আল্লাহ পাক ণা করুন কেউ যদি কোন খাটি ওলীয়াল্লাহ উনার বিপক্ষে বলি তাহলে তার অবস্থাও আবু লাহাবের মতই হবে । আল্লাহ পাক আমাদের সবাইকে হিফাযত করুন । (আমিন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




